আমাদের কথা খুঁজে নিন

   

আমজনতা আজ ম্যাঙ্গো পাবলিক !!!

চোরের লেজ ধরেছি হাতে লক্ষ কোটি চোর রামচোরা পালিয়ে বাঁচে, গালা যায় তোর , তুই হালা হারামজাদা পাঁচ বছরেও বুঝলি না না ভোট থাকার পরেও আসল জিনিস খুঁজলি না। নিজের পাঁয়ে মারবি কুড়াল- মার তোমার রক্তঘামে করবে তারা আহার, তুই হালায় খাইটা মরবি, মরতে চাইলেও পারবি না, পাঁচ বছর পরেও লেজটা শক্ত ধরা ছাড়বি না। আমরা হালায় অন্ধ কালা সব দেখেও দেখি না, হাজার ঠকে রাত্রিদিনে একটুকুও শিখিনা, একই মুদ্রার চারপিঠে ঘুরে ঘুরে বছর পার তারা থাকে মহাসুখে, আমদেরি অনাহার !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।