আমাদের কথা খুঁজে নিন

   

হাবীব উল্লাহ এর কবিতা থেকে

একজন খুব সাধারণ মানুষের পবিত্র থাকাই সবচেয়ে বড় শক্তি শুধু প্রতীক্ষায় থাকা মোঃ হাবীব উল্লাহ জীবন মানে দুঃখের সবুজ করুন ক্যানভাসে আনন্দের স্বপ্লিল ছবি আঁকা জীবন মানে অনাবিল হাসির অতলে গোপন অশ্রুর সঞ্চিতি রাখা, বেদনার গাঢ় রংয়ে হৃদয়ের কথা লেখা জীবন মানে অবিরত যুদ্ধ করে বেঁচে থাকতে শেখা।। জীবন মানে একটি প্রিয় মুখের জন্য তিলে তিলে ক্ষয়ে যাওয়া বাসনার বর্ণিল সুরভিত কুসুম ধুসর ধুলিতে ফের খুঁজে পাওয়া।। জীবন মানে মৃত্যুর মুখ পানে চেয়ে থেকে শিল্পীর অবিনাশী ছবি আকাঁ জীবন মানে সুখের সন্ধানে ফিরে ফিরে শুধু অনন্ত প্রতীক্ষায় থাকা।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।