আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতা আমাদের শ্রেষ্ট অর্জন

দেশের মাটির জন্যে আত্মত্যাগের চেতনা অমলিন। লাল সবুজ স্বাধীন পতাকা দেখি প্রতিদিন। বহু কষ্টার্জিত এই স্বাধীনতার মূল্য রক্ষায়- নিয়েছি দৃপ্ত শপথ। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা। আত্মমর্যাদার বর্ণিল এই স্মারক আমার প্রেরণা, আমার শক্তি।

স্বাধীন এই ভূখন্ড যাদের ত্যাগে গৌরবোজ্জ্বল মহিমায় ভাস্বর নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে তারাই আমাদের অনুপ্রেরণা। শাপলা শালুকের এই সোনার বাংলায় পতাকার লাল বৃত্তের মাঝে বুকের রক্তের স্পর্শ। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই পতাকার মান সমুন্নত রাখার দায়িত্ব আমাদেরও। আমরা উজ্জীবিত স্বাধীনতার অপরাজেয় চেতনায়। শহীদদের উদ্যম, সাহস ও ত্যাগ- দেশপ্রেমের নিখাদ আবেগ জাগায়।

রক্তক্ষয়ী যুদ্ধের বীরত্বপূর্ণ সংগ্রাম- দিয়েছে অর্থবহ জীবনের আশ্বাস। মুক্তির আনন্দ উল্লাস- জন্ম দিয়েছে গভীরতম বিশ্বাস। দিতে হবে সেই বিশ্বাসের মূল্য। মুক্তিকামীর সংগ্রামমুখর একাত্তুরে, নতুন সম্ভাবনার এক রক্তিম সূর্যোদয়- স্বাধীনতার লাল গোলাপ। দেশকে সুখ ও সমৃদ্ধির শীর্ষে নিতে, বীর শহীদদের উত্তরসূরী হিসেবে- দেশগড়ার দায়িত্ব আমাদের।

গৌরব গাঁথা স্বাধীনতার গৌরবদীপ্ত মহিমা; কাজে আনে উদ্দীপনা, করে দেশাত্ববোধে উজ্জীবিত। এই দেশের মাটিতে প্রোথিত- আমাদের শিকড়। তাই জাতীয় অগ্রগতিতে অবদান রাখতে- হতে হবে প্রতিশ্রুতিবদ্ধ । স্বাধীনতা সংগ্রামের চেতনা- লালন করে এগিয়ে যাই সি'র লক্ষ্যে। একাত্তুরের প্রতি ফোঁটা রক্ত আর অশ্রুর দাগ- রয়ে গেছে আমাদের বক্ষে।

চির সবুজ শ্যামল বাংলার স্বাধীনতা আমাদের গৌরব, আমাদের অহংকার। আমাদের স্বাধীনতা- আপন মহিমায় ভাস্বর, আপন আলোকে উজ্জ্বল, আমাদের শ্রেষ্ট অর্জন। জাতির পূর্ণ বিকাশের সুযোগ বাড়াতে- বাড়-ক অভিযান, উত্থান, জয়গান। দেশের মাটি হয়েছে ধন্য স্বাধীনতা পেয়ে, আমরা ধন্য মাথা উঁচু রাখার শিক্ষা নিয়ে। মুক্তির মূল্য দেয়ার মমত্ববোধ, বুকের গভীরে লালিত স্বপ্নসৌধ, আপন স্বার্থের আগে দেশের স্বার্থ দেখতে শিখায়।

কল্যাণ ও মঙ্গলের পথে- উজ্জ্বল সম্ভাবনার সাথে- হউক পথচলা। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.