আমাদের কথা খুঁজে নিন

   

কে দেশপ্রেমিক? কাহাকে আমি দেশপ্রেমিক বলিব?

গ্রাস ফড়িং ‘’দেশসেবা কথার কথা নয়। দেশসেবা মানবের শ্রেষ্ঠ সাধনা। স্বার্থ –গন্ধ থাকবে না, নাম যশের আকাঙ্ক্ষা থাকবে না, প্রানের ভয় পর্যন্ত থাকবে না। এক দিকে দেশ সেবক নিজে, আরেক দিকে তার দেশ। মাঝে আর কিছু থাকবে না।

যশ, অর্থ, দুঃখ, পাপ, পূন্য, ভাল, মন্দ সব যে দেশের জন্য বলি দিতে পারবে, দেশের সেবা তার দ্বারাই হবে। ‘’ -------------শরৎ চন্দ্র চট্টপাধ্যায়ের দেশপ্রেমিকের এই ভাবনার সাথে কাকে আমরা খুঁজে পায়? সবাই আমরা দেশপ্রেমিক দাবি করি!! আমরা দেশপ্রেমিক ঠিক আছে। তবে “ভন্ড দেশপ্রেমিক’’ । তবে আমি এ কথা বলতে পারি যে, একদা এ দেশে দেশপ্রেমিক ছিল। তারা ‘৫২, আর ’৭১ –এ এদেশের জন্যে নিজের প্রাণ বলি দিয়ে গেছেন।

দু একজন যারা বেছে আছেন তাদের আমরা খবর রাখি না। আজ যারা গলা পাটিয়ে দেশপ্রেমিকের ভান করেন তাদের প্রতি আমার স্ব-শ্রদ্ধ ঘৃণা।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।