আমাদের কথা খুঁজে নিন

   

দেশপ্রেমিক

Click This Link " দেশদ্রোহের অভিযোগ থেকে তাহের এখন মুক্ত। রায়ে সামরিক আদালতে বিচারকে প্রহসনের 'নাটক' উল্লেখ করে তাহেরকে শহীদের মর্যাদা এবং অন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের দেশপ্রেমিক হিসেবে চিহ্নিত করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রের সব নথিপত্রে তাদের 'দেশদ্রোহী' হিসেবে চিহ্নিত না করে রায়ের আলোকে শহীদ ও দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করতে সরকারকে বলা হয়েছে। " এই খবর পড়ার পর থেকেই একটা ঘোরের মাঝে আছি । যা বোঝা গেল , সশস্ত্র গণবাহিনী , বিপ্লবী সৈনিক সংস্থা, রক্তক্ষয়ী বিপ্লব, সেনাবাহিনী ভেঙ্গে পিপলস আর্মি করা , এ সবই উত্তম দেশপ্রেমিকের কাজ । সশস্ত্র গণবাহিনী , বিপ্লবী সৈনিক সংস্থা, বঙ্গবন্ধুর শাসনামলেই গঠিত । উদ্দেশ্য বুঝতে ঘাম ঝড়ানোর প্রয়োজন নেই । তা যা বলছিলাম, কর্নেল তাহেরের মতো আমিও যদি সশস্ত্র গণবাহিনী , বিপ্লবী সৈনিক সংস্থা গঠন করি, সেনাবাহিনী ভেঙ্গে পিপলস আর্মি করার খায়েশ নিয়ে একটা ব্যর্থ রক্তক্ষয়ী বিপ্লবের নেতৃত্ব দেই আমাকেও কি দেশপ্রেমিক হিসাবে স্বীকৃতি দেয়া হবে ???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।