আমাদের কথা খুঁজে নিন

   

আকাশে উড়ে যায় লাল নীল সবুজ আর বাঘা ঘুড়িগুলো

আকাশে আজ খুব ঘুড়ি উড়ছে । বিভিন্ন রং এর ঘুড়ি । সকাল হতেই দেখি হাইস্কুল পড়ুয়া ছেলেরা লাটাই নিয়ে ছোট কোন ফাঁকা জায়গায় কিংবা বাসার ছাদে ঘুড়ি উড়াতে ব্যস্ত হয়ে উঠে । ফেসবুক,টুইটার,কম্পিউটার গেমসের এই যুগে তাদের ঘুড়ি উড়াতে দেখে সত্যিই খুব অবাক লাগে । ভেবে অবাক হই, তাহলে আজও দুরন্ত ছেলেরা ঘুড়ি ওড়াতে জানে !! জানিনা এই আনন্দটা ওরা আর কতদিন পাবে ।

একটা আশংকা মনের ভিতর, ভবিষ্যতে ঘুড়ি ওড়ানোটা শুধু বৎসরে একবার সমুদ্রপাড়ে উৎসবের মাঝেই আবদ্ধ থাকবেনা তো !! আমার কৈশোরের একটা অধ্যায় ছিল ঘুড়ি উড়ানোর । খুব ঘুড়ি উড়াতাম শীত এলেই । চলতো বসন্তেও । কোন এক সাধারণ মফস্বলে আমার কৈশোর কেটেছে । ডানপিটেমির সীমা ছাড়ানো সেই দিনগুলোর অনেক স্মৃতি আছে ঘুড়ি উড়ানো নিয়ে ।

আমার একটা গ্রুপ ছিল । বন্ধুরা বলতো, আমার ব্যাটেলিয়ান গ্রুপ । এই গ্রুপের সদস্য ছিল এলাকার ৫-১১ বছরের ছোট ছোট ছেলেরা । বাসার সামনের ছোট খোলা জায়গাটায় লেগে যেতাম ঘু্ড়ি উড়াতে । সাথে থাকতো আমার গ্রুপের সদস্যরা ।

কখনোবা ছাদ থেকেও উড়াতাম । কতই না রং ছিল ঘুড়ির ! সাদা,নীল,লাল অথবা সবুজ । আর যেই ঘুড়িটা একাধিক রংয়ের কাগজ দিয়ে বানানো হয় তাকে বলা হত বাঘা ঘুড়ি । খুবই সুন্দর লাগতো এই ঘুড়িগুলো আকাশে উড়লে । কখনো হত কাটাকাটি লড়াই ।

প্রায় সময়ই আমার সাথে কেউ পারতো না । ঘুড়িতে মাঞ্জা দিতে কাঁচ গুড়া করা, বার্লি মেশানোসহ আরো কত কাজ, আরো কত টেনশন । সন্ধ্যে বেলার পড়ার সময়টা এগুলো ভেবেই কেটে যেত । কখনো বন্ধুদের সাথে ঝগড়া হতো এগুলো নিয়ে । লাটাইয়ের কারনে হাতের আঙ্গুলের ফাঁকে ফোস্কা পড়ায় বাবার মার আজ অতীত হয়ে গেছে ।

কখনো ছোট ছোট ছেলেদের বাবা মা আসতো আমার বাসায় বিচার নিয়ে । অভিযোগ আমি তাদের সন্তানকে নষ্ট করছি ঘুড়ি উড়ানো শিখিয়ে । তাদেরকে পড়ার টেবিল থেকে আমিই নাকি উঠিয়ে নিয়ে আসি । যার কারনে তারা খারাপ হয়ে যাচ্ছে । দূর থেকে কোন ঘুড়ি কেটে এলে লম্বা লম্বা লাঠি নিয়ে ছুটে যেতাম ঘুড়ি উদ্ধারে ।

কিংবা গাছে আটকে গেলে গাছে উঠে তা উদ্ধারে আমাদের প্রচেষ্টার শেষ ছিল না । আজ ভাবি মাত্র এক টাকার ঘুড়ির জন্য আমরা কত হাস্যকর কান্ডগুলোই না করতাম । আজ সেই কৈশোরও নেই ব্যাটেলিয়ান গ্রুপও নেই, আছে একটা স্মৃতির ভান্ডার । সত্যিই খুব মিস করি দিনগুলো । জীবনের খুব কঠিন সময় আজকের এই দিনগুলো ।

জীবনের এই লগ্নে ব্যর্থতা, হতাশা, অপমান নিত্য সঙ্গী । তাইতো এত কিছু ভাবার সময় কই ? কিন্তু আজ হঠাৎ করেই মনে পড়ে গেল কথাগুলো । অথচ জীবনের এতগুলো বছর পর সেই স্মৃতিগুলোর ঠাঁই হবে আমার ব্লগে সেটা কেইবা জানতো তখন!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।