আমাদের কথা খুঁজে নিন

   

আকাশে উড়ল গাড়ি

টেরাফুগিয়া আকাশে ওড়ার সময় এর পাশের পাখা ব্যবহার করে। আবার রাস্তায় চলার সময় এর পাখাগুলো ভাঁজ করে রাখা যায়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এয়ার অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এটিকে হালকা স্পোর্টস প্লেনের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
টেরাফুগিয়া বেশ ছোট বাহন। এতে শুধু পাইলট বা ড্রাইভার এবং দ্বিতীয় কোনো ব্যক্তি চড়তে পারবেন। নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এটিকে এমন একটি বাহন হিসেবে তৈরি করেছেন, যা এয়ারপোর্টে অবতরণ করে কোনো ট্যাক্সি বা গাড়ির সাহায্য ছাড়াই রাস্তা দিয়ে চালিয়ে যাত্রীকে বাড়িতে পৌঁছে দিতে পারবে।
টেরাফুগিয়ার দাম দুই লাখ ৭৯ হাজার ডলার। তবে এখনও এটি গ্রাহকদের সরবরাহের তারিখ ঘোষণা করা হয়নি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।