আমাদের কথা খুঁজে নিন

   

সূর্য একা নীল আকাশে।

প্রদীপ হালদার,জাতিস্মর। সূর্য একা নীল আকাশে সঙ্গী হয়ে নেইকো পাশে। সূর্য ছাড়া পৃথিবীতে যায় না বাঁচা কল্পনাতে। সূর্য আছে অনেকদূরে পারি নাকো যেতে কাছে। সূর্য দূরে আছে বলে বেঁচে আছি পৃথিবীতে।

সূর্য যদি কাছে আসে পুড়ে যাবো তার আগুনে। চন্দ্র একা নীল আকাশে থাকতে কি আর চন্দ্র পারে। চন্দ্রের সাথে তারা থাকে নীল আকাশে একই সাথে। যখন তুমি একা হবে সূর্যের মতোন তেজী হবে। যখন তুমি বন্ধু পাবে সূর্য ছেড়ে চাঁদকে পাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।