আমাদের কথা খুঁজে নিন

   

আকাশে

কবিতা

যাচ্ছে যে প্লেন তার মনের কথা কিভাবে বলি শুধুইতো লোহা ইস্পাত আর কাঠগড়া আটকিয়ে রেখেছে আর পারছিনা নেমে যেতে দিবারাত্রি প্রহরী পাহারা। উড়ছে নৈর্ব্যক্তিক প্রাণহীন কোনো দৃষ্টি নেই আমার দিকে। নীল জামা পড়া বিদেশি এয়ার হোস্টেজ আপনিও কেমন অসহ্য বিউটিশিয়ান সারাক্ষণ হাসি, চাপাপড়া শরীর উপস্থাপনা আর চোখেমুখে শূন্যে ভাসার কলহ, যাতনা। ভালোবাসা আছে নাকি গলাটিপে দেবে বুঝিনা জগতের ক্রিয়ারূপ জনসেবা শুধু কানে বাজে যন্ত্রযান, জানোয়ারের শব্দ এই নিঝুম আকাশে কতো যুদ্ধ রক্তখেলা। অভিবাসনের কথা নাইবা বললাম - শুধুইতো দূরে যাওয়া। নামবো বিদেশ মাটিতে- কম্পুস্ক্রিনে ফিরে আসে প্রিয় আমগাছ জলাভূমি বাতাসের খাঁজে খাঁজে তুমি সেই বাঁশি বাজো আর দৌড় দাও- আলোভরা এয়ারপোর্টে অন্ধকার- নদীঘাসবালি। ০৫/১০/২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।