আমাদের কথা খুঁজে নিন

   

নিজেকে সুস্থ রাখুন; আর বাঁচিয়ে রাখুন বাংলাদেশের কৃষককে।

একদিন গর্বিত করবো এই পতাকা গাইবো সোনার বাংলা ... খাবার-দাবারের ঊর্ধগামী দামে সবাই দিন-রাত হাপিয়ে উঠেছেন; আর ট্র্যাফিক জ্যামের কারণে বাজার করা মহাঝক্কি। জীবনের সাধারণ চাহিদা যেমন,চাল-ডাল ঘরে বসে পেতে চান? হাজীপুর কৃষি ঘরের সাথে যোগাযোগ করুন। আমরা বৃহত্তর সিলেটের চা-বাগান ও জলপ্রপাত পরিবেষ্টিত সুন্দর ভূমির সোনালী ফসল, তার খাদ্য শস্য আপনাদের দোর-গোড়ায় এনে দেব। এতে আপনি পাবেন কম খরচে ভালো খাদ্য সামগ্রী আর কৃষকেরাও পাবে ন্যায্য মূল্য। এর প্রধান সুবিধা হল হাজীপুর কৃষি ঘরের মাধ্যমে আপনি ঘরে বসে বাজারের চেয়ে কম মূল্যে চাল, ডাল কিনতে পারবেন।

আমরা সমগ্র ঢাকা শহরে এই সুবিধা প্রদান করে থাকি। আমরা আপনার চাহিদা অনুয়ায়ী আপনার নিত্য প্রয়োজনীয় ভোগ্য দ্রব্য (চাল, ডাল,চা ) বাসায় পৌছে দিব। এর জন্য আপনাকে কোন অতিরিক্ত চার্জ দিতে হবে না। আমাদের পন্যসমূহ: নাজিরশাইল চাল, মিনিকেট চাল,পাইজাম চাল, কালিজিরা চাল,মুসুরির ডাল,গুড়া মসলা(হলুদ,মরিচ ধনিয়া)চা পাতি। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন :০১৭১৭৯৩৬৩৭৬(সকাল ৯টা হইতে রাত ৯টা পর্যন্ত) আপনি আমাদের কাছ থেকে কেনা পন্যের বিল bKash ও এলার্টপের মাধ্যমেও পরিশোধ করতে পারবেন।

নিজেকে সুস্থ রাখুন; আর বাঁচিয়ে রাখুন বাংলাদেশের কৃষককে। ফেরদৌস ইবনে কাদের ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.