আমাদের কথা খুঁজে নিন

   

নিজেকে জানুন,নিজেকে চিনুন

https://www.facebook.com/tanvir.mh আপনার ইমান কি এতই দুর্বল? আপনি এতই বর্বর? রক্তমাখা মুখ,গলা কাটা একটি দেহ আপনাকে একটুও কাঁদায় না? আপনি কি করে মেতে উঠেন খুনিদের পক্ষে? আমার কাছে আমার ধর্ম। পৃথিবীতে শুধু একটি ধর্ম নয়,অনেক ধর্ম আছে। তাই তর্ক বিতর্ক থাকবে। লেখার জবাব লেখা দিয়ে দিতে হয়। রাজিবের লেখাগুলিকে আপনি ভুল প্রমাণিত করতে পারলে কিন্তু আপনারই জয় হতো।

আর রাজীবেরও জন্ম হতনা। কিন্তু না আপনি চাপাতি নীতিতে বিশ্বাসী। এখন আপনার নীতি কে মানবে? ইসলাম শান্তির ধর্ম। আজ মহানবী থাকলেও তিনি তার সমালোচককে হত্যার কথা বলতে পারতেন না। আল্লাহ্‌ পাপীদের বিচার দুনিয়াতেও করেন পরকালেও করেন।

আপনি আমি বিচার করার কেউ না। আত্মহত্যা,হত্যার পথ বেছে নিলে তার শাস্তি আরও ভয়াবহ হয় সবাই জানেন। আমরা চাই জামাত শিবির নিষিদ্ধ হোক। ধর্ম ভিত্তিক সব রকমের রাজনীতি বন্ধ হোক। ধর্ম থাকবে আমার প্রিয় ঘর মসজিদে।

পল্টনের রাস্তায় ইট নিয়ে হামলাতে নয়। এই আন্দোলন বাঙালীর আন্দোলন। একাত্তরে আল্লাহ্‌ আমাদের সাথে ছিলেন এখনও থাকবেন। দেশের ইস্যুতে আমরা সবাই এক। তাই প্লিজ কেউ একটা ইস্যুকে বড় করে নিজেদের বিপদের দিকে ঠেলে দিবেন না।

আপনার ঘাড়েই নিশ্বাস নিচ্ছে কোন হায়ানা,আপনি জানতেও পারছেন না। মনে রাখবেন জামাত এই দেশ চায়নি। এই দেশে তাদের দুষিত রক্ত প্রবাহিত করেছে শান্তির ধর্ম ইসলামকে ব্যবহার করে। এই আন্দোলন এক রাজিব করেনি। এখানে ছিল শত শত মেহনতি বাঙালীর কষ্টের ফল।

দিন রাত নির্ঘুম থেকে ব্লগে কত রাত কেটেছে এই বাংলার সেনাদের তা অনেকেই জানবেন না। একদিনে আজ সবাই এক হয়নি। ৪২ বছর জাতি যা ভুল করেছে তা যাতে আজও না করে। ম্যানহোলের ঢাকনা খোলা ছিল এতবছর। আর কত বছর খোলা থাকবে?আর আমরা কতবার খোলা ম্যানহোলে পা দিয়ে নিজেকে ডুবিয়ে দিবো? একটু ভাবুন।

শাহবাগের মানুষগুলির মুখের দিকে চেয়ে দেখুন তাদেরকে কি আপনার শত্রু মনে হয়? মা বোন ভাই বাবা সবাইকে কি নাস্তিক মনে হয়? এতগুলি মানুষ যখন জানাজার কাতারে দাড়ায় তখনও কি তাদের নাস্তিক মনে হয়? তারা ব্যক্তি স্বার্থ ভুলে গিয়ে দেশের জন্য নেমেছে। তারা এখনও কাউকে জবাই করতে পারেনি। কিভাবে পারবে? তারা যে এখনও আইনি ভাবেই জামাত শিবির নিষিদ্ধ করতে চায়,কাদের মোল্লার ফাঁসি চায়। তারা পাশের হাসপাতালে অবস্থান নেয়া গোলাম আজমকে গিয়ে মেরে ফেলতে যায়না। এখানেই পার্থক্য।

ভাবুন,জানুন,নিজেকে চিনুন। আপনার ভাবনা একান্তই আপনার। তানভীর মাহমুদুল হাসান ১৬/০২/২০১৩ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.