আমাদের কথা খুঁজে নিন

   

নিজেকে চিনতে পারা মানে সুখ খুঁজে পাওয়া; নিজেকে ভুলে যাওয়া মানে দূঃখকে কুড়িয়ে নেয়া । আবার দূঃখের মাঝে প্রজ্ঞার চাবি ।

নিজেকে নিয়ন্ত্রণ কর। তারপর অন্যকে অনুশাসন কর। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন।

নিজেকে চেনার মাঝে সুখ যে নিহিত আমরা বুঝে উঠতে পারি না বলে দূঃখ পাই; পুনরায় তীব্র মোহে আবৃত হয়ে এই দূঃখ ও চিনতে পারি না তাই দ্দ্ধ হয়ে পুড়ে ছাইখার হই । নিজেকে চিনতে পারার মতো কোন সুখ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই; যখনই নিজেকে চিনতে পেরেছি সুখী হয়েছি -নিজেকে ভুলে যখনই গিয়েছি সবকিছু অগোছালো হয়ে গিয়েছে । মাঝেমাঝে এমনই হই বিভিন্ন মানসিক চাপে নিজেকে ভুলে যায় এবং রাগ-দ্বেষ-লালসাগুলো কখন গোপনে এসে মনে বাসা বাঁধে আর রক্তের সঞ্চালনতাকে বিশৃংখল করে দিয়ে জ্বালা-যন্ত্রণায় ভোগায়; পরিশেষে যখন হুস আছে দেখি সবদিকে শুধু ছাইয়ের স্তুপ আর আমি ত সেই ঘূর্ণিঝড়ের শিকার । রাগ-দ্বেষ-মোহগুলো এমনই ঘূর্ণিঝড়ের চেয়ে ও প্রবল এবং ভয়ংকর। সুখের বিভ্রম হচ্ছে মানুষের দূঃখের মূল, আর দূঃখ হচ্ছে পরম প্রজ্ঞা সন্ধানের চাবি । এখন বলেন আপনি কি নিতে চান ? সুখ নাকি দূঃখ ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.