আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে কার্যরত দেশী ও বিদেশী ব্যাংকগুলির সর্বশেষ রেটিং

জনারণ্যে নির্জনতায় আক্রান্ত। নির্জনতাই বেশী পছন্দ, নিজের ভেতরে ডুবে থাকতেই ভাল লাগে। কিছুটা নার্সিসিস্টও। বাংলাদেশে কার্যরত দেশী ও বিদেশী ব্যাংকগুলির CAMELS রেটিং (৩০.০৬.২০১১ পর্যন্ত্য কার্যক্রমের উপর ভিত্তি করে এই সর্বশেষ রেটিং) এখানে একটি কথা মনে রাখতে হবে এই রেটিং ব্যাংকগুলির সর্বশেষ কার্যক্রমের উপর প্রতিনিয়ত পরিবর্তনশীল। একবার কেউ এ বা বি শ্রেণীভুক্ত হওয়া মানে চিরকাল সেই ব্যাংক সে ক্যাটাগরীভুক্ত থাকবে এমন নয়। প্রতিনিয়ত CAMELS এর ভিত্তিতে ব্যাংকগুলির কার্যক্রমের ভিত্তিতে ব্যাংকগুলিকে বাংলাদেশ ব্যাংক(বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক) নতুন করে রেটিং করে থাকে। নিচে ক্রমানুসারে রেটিং অনুযায়ী ব্যাংকগুলির অবস্থান দেয়া হলো। এ-ক্লাস (স্ট্রং ব্যাংক) প্রাইম ব্যাংক লিমিটেড স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড পূবালী ব্যাংক লিমিটেড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকা ব্যাংক লিমিটেড আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড কমার্সিয়াল ব্যাংক অব সিলন পিএলসি (শ্রীলংকান ব্যাংক) বি-ক্লাস (সেটিসফেক্টরি ব্যাংক) প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সাউথইস্ট ব্যাংক লিমিটেড ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড যমুনা ব্যাংক লিমিটেড এবি ব্যাংক লিমিটেড আইএফআইসি ব্যাংক লিমিটেড (সরকারি-বেসরকারি যৌথমালিকানা) ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (দেশী-বিদেশী যৌথমালিকানা) শাহজালাল ব্যাংক লিমিটেড ন্যাশনাল ব্যাংক লিমিটেড ব্যাংক এশিয়া লিমিটেড এক্সিম ব্যাংক লিমিটেড এনসিসি ব্যাংক লিমিটেড মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড উত্তরা ব্যাংক লিমিটেড ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ব্যাংক আলফালাহ লিমিটেড (দুবাইভিত্তিক ব্যাংক) সিটি ব্যাংক এনএ (ইউএসএ ভিত্তিক ব্যাংক) এইসএসবিসি (লন্ডনভিত্তিক ব্যাংক) উরি ব্যাংক লিমিটেড (কোরিয়ান ব্যাংক) স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (ইন্ডিয়ান ব্যাংক) সি-ক্লাস (ফেয়ার ব্যাংক) বেসিক ব্যাংক লিমিটেড (সরকারি মালিকানা) দ্যা সিটি ব্যাংক লিমিটেড ওয়ান ব্যাংক লিমিটেড ইস্টার্ণ ব্যাংক লিমিটেড বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (সরকারি-বেসরকারি যৌথমালিকানা) ট্রাষ্ট ব্যাংক লিমিটেড (সেনাবাহিনীর মালিকানা) ব্র্যাক ব্যাংক লিমিটেড মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাংলাদেশ ডেবেলপমেন্ট ব্যাংক লিমিটেড (প্রাক্তন শিল্প ব্যাংক)(সরকারি) স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড (ইংল্যান্ডভিত্তিক ব্যাংক) হাবিব ব্যাংক লিমিটেড (পাকিস্তানী ব্যাংক) ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান (পাকিস্তানী ব্যাংক) ডি-ক্লাস (মার্জিনাল ব্যাংক) সোনালী ব্যাংক লিমিটেড (সরকারি) জনতা ব্যাংক লিমিটেড (সরাকারি) অগ্রণী ব্যাংক লিমিটেড (সরকারি) রূপালী ব্যাংক লিমিটেড (সরকারি) ই-ক্লাস (আন-সেটিসফ্যাক্টরি ব্যাংক) আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড (মালয়েশিয়ান মালিকানার ব্যাংক) বাংলাদেশ কৃষি ব্যাংক (সরকারি বিশেষায়িত) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (সরকারি বিশেষায়িত) CAMELS এর মানে কি তা নিচে দেখানো হলো - (C) Capital adequacy (A) Asset quality (M) Management (E) Earnings (L) Liquidity (S) Sensitivity to Market Risk http://en.wikipedia.org/wiki/CAMELS_ratings

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.