আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে ইকমার্স-২

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

দেশী ইকমার্সের ব্যবচ্ছেদ: বাংলাদেশে যে সকল ইকমার্স সাইট রয়েছে তারা মুলত প্রবাসী বাঙলীদের বাংলাদেশে উপহার ও প্রয়োজনীয় পন্য পাঠানোর সুযোগ দিচ্ছে। এসকল সাইটের মধ্যে কিছু আছ যারা সকল ধরনের পন্য বিক্রি করে থাকে। যেমন- Hvbebazaar.com Deshigreetings.com Giftmela.com Giftzhaat.com Arfigift.com Tazabazar.com শুধুমাত্র শাড়ী এবং মেয়েদের পোশাক ও কসমেটিস নিয়ে কয়েকটি ইকমার্স সাইট রয়েছে। যেমন- Dhakasharee.com Banglarsharee.com শুধুমাত্র বই পাওয়া যাবে এমন সাইট Boi-mela.com Boibazaar.com শুধুমাত্র মোবাইল পাওয়া যায় এমন সাইট Arfitel.com শুধুমাত্র নিজেদের পন্য বিক্রি করে এমন সাইট Soundtekltd.com ফুল এবং উপহার সামগ্রী পাওয়া যায় এমন সাইট flowersgiftsbangladesh.com forever-florist-bangladesh.com যাদের ইন্টারন্যাশনাল ক্রেডিটকার্ড নেই তাদের জন্য নিজেদের প্রিপেইড দিয়ে বাজারের সুযোগ দেয় এমন সাইট Hvbebazaar.com Giftbd.com ই-কমার্সের বড় সুবিধা হলো তার কোন শোরুম লাগছে না। স্টোর রুম লাগছেনা।

পন্য নষ্ট হবার ভয় নাই। সহ ইত্যাদি অনেক সুবিধা। ফলে সাধারন বাজারের থেকে পন্যের মুল্য অনেক কম হবার কথা.. কিন্তু. যদি বাংলাদেশী ইকমার্সগুলো ভিজিট করার সুযোগ হয় তাহলে দেখবেন সেখানে পন্যের মুল্য ৭০%-৫০০% পর্যন্ত বেশি। ফলে দেশের মধ্যে তাদের কোন ক্রেতা পাবার সম্ভবনা শুন্যের কাছাকাছি। বাইরের থেকে ক্রেতা পাচ্ছে এর বড় কারন হলো সেসব ক্রেতাদের অন্য কোন উপায় নাই।

বাইরে থেকে কাউকে উপহার পাঠাতে হলে কোন লোকের সাহায্য নিতে হবে যিনি বিদেশ থেকে দেশে আসছেন। অথবা টাকা পাঠাতে হবে। উপহারের পরিবর্তে টাকা পাঠানো দৃষ্টিকটু। আবার নির্দিষ্ট দিন যেমন জনম্দিন,বিবাহ-বার্ষিকী ইত্যাদিতে উপহার পাঠাতে হলে বিদেশ ফেরত লোক পাবেন কোথায়? কাজেই বাধ্য হয়েই কিনতে হয়। পন্যের মুল্য বেশি রাখতে দেশী ই-কমার্সগুলোও অনেকটা বাধ্য থাকে।

অর্ডারের পরিমান কম বিধায় তারা কোন পন্য ষ্টক করে না। ফলে একটি অর্ডার আসলে সে পন্য বাজার থেকে কিনে প্রাপকের বাসাতে পৌছে দিতে বেশ সময় এবং খরচের সম্মুখিন হতে হয়। এছাড়াও পে-প‌্যাল বা অন্য মাধ্যম থেকে দেশে ডলার আনার সময় ব্যাংক টাকা কেটে রাখে। প্রতি অর্ডারে পে-প‌্যাল তার চার্জ বাবদ টাকা কেটে রাখে। ফলে বাজারে যে পন্যের মুল্য ১০০ টাকা তা বাজার থেকে ১০০ টাকা দিয়ে কিনে প্রাপকের বাসায় পৌছে দিতে অন্তত আরো ৩০ টাকা খরচ হয়।

ফলে পন্যর মুল্য ১৩০ হয়ে গেল এর সাথে লাভের অংশ যোগ করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.