আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে কি কেউ আছেন?

কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ

সংকীর্ণ দলীয় গন্ডীর বাইরে এসে দেশকে একত্রিত করতে কেউ কি পারেন না? কেউ কি নেই সমগ্র বাংলাদেশে? যিনি স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ১লা বৈশাখ, ২১ শে ফেব্রুয়ারীর মতো জাতীয় দিনগুলির মাধ্যমে এক এক করে সমগ্র জাতিকে ঐকবধ্য করতে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। পারেন মহান বাঙ্গালী, শ্রেষ্ঠ বাঙ্গালীদের সম্মান জানাতে। ৭ই নভেম্বর বা ১৫ই অগাষ্ঠ কিভাবে পালন করা হবে তা ঠিক করতে। আমরা কি পারিনা প্রয়াত মহান ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে শোকের মাসে না হলেও শোকের দিনটিতে কালো গোলাপ ব্যাজ ধারণ করতে? দেশের জন্য প্রাণদানকারী সৈনিকদের স্বরণ করতে ডিসেম্বরে স্বর্ণালী শাপলা বা অন্য কোন দেশীয় ফুল বুকে লাগিয়ে ঘুরতে? আমরা কি পারিনা ছুটির দিনে নির্বাচন অনুষ্ঠান করতে বা সরকারী ছুটি ঘোষণা না করে নির্বাচন করতে? হয়তো পারি কিন্তু এখনও পেরে ওঠিনি! আমরা যা পারি তা হলো বেশী কথা বলা। কথায় অন্যকে হারিয়ে দিয়ে আত্মতৃপ্তি লাভ করতে! অতি তুচ্ছ ব্যাপার নিয়ে ঝগড়া করতে! ঝগড়া নয় আমরা যুদ্ধ করতে রাজী আছি যদি কেউ ৭ই মার্চের মত ডাক দেয় দেশকে একত্রিত করতে। সেই নেতার অপেক্ষায় আমি, হয়তো সারা দেশ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.