আমাদের কথা খুঁজে নিন

   

জিন্স প্যান্টে ল্যাপটপ

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক জিন্স প্যান্টে ল্যাপটপ যুক্ত করে সফল হয়েছেন নেদারল্যান্ডসের দুই কম্পিউটার বিশেষজ্ঞ এরিক ডি নিজস ও টিম স্মিট। উদ্ভাবকরা জানিয়েছেন, সাধারণ প্যান্টের মতোই এই প্যান্ট পরা যাবে। ল্যাপটপ পরিচালনার জন্য ব্যবহার করা হয়েছে ব্লুটুথ, কিবোর্ড, তারহীন মাউস ও স্পিকার। ফলে চলতে চলতে হাতের সাহায্যে প্যান্টের ভেতর সেট করা ল্যাপটপ চালনো যাবে। এই ল্যাপটপ ব্রিটেনের বাজারে এলে সম্ভাব্য দাম হবে আড়াইশ’ পাউন্ড।

এই কম্পিউটারের পোর্ট রক্ষণাবেক্ষণ করা হয় তারহীন ইউএসবি ডিভাইসের মাধ্যমে। ব্যবহারকারীর সর্বোচ্চ সুবিধা বিবেচনা করে প্যান্টের ডিজাইন করা হয়েছে। বিউটি অ্যান্ড দ্য গিক রিয়ালিটি শোতে ল্যাপটপসহ এই প্যান্ট প্রথম দেখানো হয়। তবে বাজারে আসতে এখনও দেরি আছে। টেলিগ্রাফ।

তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।