আমাদের কথা খুঁজে নিন

   

জিন্স ডে

আমার ব্যক্তিগত ব্লগ

এরকম কি কোন দিন আছে? আমি তো শুনিনি, তবে অন্যকে শুনিয়েছি। একদিন মনে হলো জিন্স পরি। যেই ভাবা সেই কাজ। অনেককে বললাম চলো এক সাথে জিন্স পরি, জিন্স ডে বানাই। সবাই মোটামুটি রাজি।

কিন্তু সরকার রাজি হলো না। দিল কারফিউ দিয়ে। মন খারাপ করে কয়েকদিন কারফিউ পালন করলাম। আমি আবার আইন কানুন যতদূর সম্ভব মেনে চলি। কারফিউ শেষ হলো।

আবার এস এম এস পাঠালাম অনেককে চলো এবার জিন্স পরি। ২দিন আগে বলাতে, যেদিন পরার কথা অনেকেই পরতে ভুলে গেল, কেউ বা ভুল করেই ঐদিন পরে আসল। আমিও পরলাম। আমার অনুরোধে কেউ কেউ পরেছিল। খুব ভাল লাগল।

একসাথে হঠাৎ অন্যরকম কিছু করার মজাই আলাদা। তবে সামহো্য়্যার আুট তার জিন্স খুজে পাইনি, বেচারা খুব মন খারাপ করেছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।