আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধের চিডি

ঝিঁঙ্গা পডল একইদামে কিনলাম দেহুইন, আলু তবুও- সব মন্ত্রী শালারা আপনের আমারই খালু। নির্বাচন আইলেই দেকবাইন শালাদের মুহে ওঠে এমন রব আপনেরে আমারে পারলে ঘরের বৌ-ডা সহ দিয়া দিবো সব। আসলে কিছুই না, সবই যেন ফাও চেয়ারে বসলেই, গরীবের পকেট পুড়ে পেট জ্বলে দাউ দাউ দাউ.. কইতে পারুইন দেশের জনগন এই ভাবে চলবো আর কতো দিন ভুইলাই কী গেছুইন তবে শহীদ ভাইদের ঋণ! কাঁন্দে সালাম কাঁন্দে রফিক বরকত জব্বার সহ নাম না জানা কত ভাই তাঁদের আতœত্যাগের কথা কী কারোর-ই স্মরণে নাই! যে দেশের জন্য মা-বোনেরা হারাই ছিল ইজ্জত অবশেষে প্রাণ কিসের বিনিময়ে পাইবেন তবে তাঁদের আতœার কাছে মুক্তিদান! আমরা জনগন, আমরার হাতেই চাবি তবে কেমন কইরা নাঁচায় ওরা আমরারে পুতুল! ধইরা কি নিয়াম তবে সকলের হাতেই আজ রসের বুতুল। না হয় যদি এমন, জাগুইন সকলেই এহন বলুইন আবার, বাঙালি অস্ত্র ধরো পৃথিবী থ্যাইকা রাক্ষস বিদায় করো। নির্বাচন হউক ঘরে ঘরে প্রত্যেকদিন হউক প্রত্যেকদিন ভোট, সজাগ থাকবাইন কারো বিবেক যেন কোন মতেই হয়না লুট। দেহুইন= দেখুন/ দেকবাইন= দেখবেন/ মুহে= মুখে কইতে= বলতে/ পারুইন= পারেন/ ভুইলাই= ভুলে গেছুইন = গেছেন/ কাঁন্দে= কাঁদে/ আমরার= আমাদের নিয়াম= নেব/ বুতুল= বোতল/ জাগুইন= জেগে উঠুন এহন= এখন/ বলুইন= বলেন/ থাকবাইন= থাকবেন চিডি= চিঠি/ ঝিঁঙ্গা= ঝিঙ্গে/ পডল= পটল রাত-০৪:৪৮ মি. ২৫/০২/২০১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।