আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধের দেশে কানাই রাজা হয় - ০৩

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

প্রথম পর্ব দ্বিতীয় পর্ব নতুন ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিষয়াদি দেখভাল করার জন্য একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়। জারি করা হয় জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০০৮ । সেনাবাহিনীর সহায়তায় বিশাল এক কর্মযজ্ঞের মাধ্যমে আমরা একটি ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র পাই। এ ছাড়া গত তত্ত্বাবধায়ক সরকার প্রথমবারের মতো স্থানীয় সরকার বা উপজেলা কার্যকর করা উদ্যোগ নেয়।

প্রথমে সিদ্ধান্ত হয় উপজেলা নির্বাচন আগে অনুষ্ঠিত হবে এবং পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কেননা আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তাদের ব্যক্তিগত লাভের আশায় কখনই স্থানীয় সরকার শক্তিশালী করতে চায় না। তারা সব সময় এমপিদের দ্বারা দেশটা কুক্ষিগত করে রাখতে চায়। এই ধারা থেকে দেশকে বের করে আনার জন্য তৎকালীন সরকার স্থানীয় সরকার এবং উপজেলাকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছিল। জারি করে স্থানীয় সরকার কমিশন অধ্যাদেশ, ২০০৮ , স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) অধ্যাদেশ, ২০০৮ , স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ, ২০০৮ ও স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) অধ্যাদেশ, ২০০৮ ।

কেবলমাত্র দুর্নীতিকে জিইয়ে রাখার জন্য আমাদের দেশের কোন রাজনৈতিক সরকার কখনও স্থানীয় সরকার শক্তিশালী করতে চায়নি। গত বিএনপি জোট সরকার গ্রাম সরকার নামে একটি বিকল্প স্থানীয় সরকার প্রতিষ্ঠার চেষ্টা করে যা সংবিধান বিরোধী বলে উচ্চ আদালত পরবর্তীতে বাতিল করে দেয়। গ্রাম সরকার গঠনের নাম করে তাদের দলীয় লোকজন ব্যাপক দুর্নীতি ও লুটপাট করে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার স্থানীয় সরকার শক্তিশালী করার ইচ্ছা করলেও শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর চাপে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়। আগে জাতীয় নির্বাচন ও পরে উপজেলা নির্বাচন করার সিদ্ধান্ত নেয়া হয়।

তাছাড়া গত তত্ত্বাবধায়ক সরকার যে কাজগুলো করেছে তার অনেকগুলো অনেক আগেই রাজনৈতিক দলগুলোর সরকারের করা উচিত ছিল। জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কিছু অধ্যাদেশ জারি করে। যেমন, স্বপ্রণোদিত তথ্যপ্রকাশ অধ্যাদেশ, ২০০৮ , তথ্য অধিকার অধ্যাদেশ, ২০০৮ , ভোক্তা-অধিকার সংরক্ষণ অধ্যাদেশ, ২০০৮ , ও জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০০৭ । (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।