আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতির জানালায় ১

জীবনপ্রবাহে ক্লান্তিহীন ছুটে চলা অস্থির বিষাদের প্রতিটি ক্ষণ অন্ধকার সিঁড়ি বেয়ে রোদ্দুর পথ পাড়ি দেওয়া আর নাগরিক জীবনের দীর্ঘশ্বাস ভুলে যেতে চাই দেখে দেখে অরণ্য প্রকৃতি। হঠাৎ করে ছায়াতরু,ঝাউবন,একটি ফুলবাগান স্মৃতির আঙ্গিনায় শান্ত মনে গভীর সুখের হারিয়ে যাওয়া শৈশবটাতে ঝড় তোলে। স্বর্গছুঁয়ে নেমে আসা মেঘের অশ্রুমালা দমকা হাওয়ায় লুকোচুরি খেলা,বৃষ্টিতে সাঁতরে বেড়ানো আমি দেখছি মৃদু হাসছে স্মৃতির দেয়ালে। ভাঙ্গাচোরা টিনের ঘরের ছোট্ট জানালা দিয়ে উঁকি মারা সূর্যের কিরণ কল্পনায় ছুঁয়েছি। ঝর্ণাধারার ন্যায় নৈসর্গিক প্রশান্তি নেমে আসে মনে যেন বাবার প্রিয় ফুলবাগানে ভালোবাসার পসরা সাজিয়ে প্রতীক্ষারত জীবন্ত পুষ্প পুতুলের সাথে গড়া বন্ধুত্বের দূর্ভেদ্য প্রাচীর অশথ গাছের ছায়ায় ভূত দেখে শিউরে উঠা আর মুক্ত স্বাধীনতা,নিজস্ব ভালোবাসা,শৈশবের বন্ধুত্ব ....... ০৮।১১।০৪, ডাক্তার পাড়া,ফেনী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।