আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতির নহর



বরাবরই জীবনের হিসাব কষি ফেলা আসা দিনগুলো বড্ড জালাতন করে ফিরে তাকাই অতীত স্মৃতির গহ্বরে সুখ বলে কিছু আছে বুঝি কষ্টের ক্ষত গুলো দেখে স্বপ্ন! সেত ঘোরের এক আলামত অবচেতনতা, মস্তিষ্ক যখন নিরব,নিবৃত্যে নিয়রনের এই কাব্যিক কাল যদি স্বপ্ন হয় জাগ্রত ,প্রতিনিয়ত যা দেখি তা কি? যা তুমি দেখায়েছিলে নিয়নের আলোতে অস্পষ্ট হলেও দিনের আলোতে তা কি ছিল! এখন এই সময় যাকে বর্তমান বলি তাওত এক পলক গেলে অতীত যবি সবি অতীত সেখানে তুমি অতীত হয়ে রইলে আমি স্মৃতির নহর কেটে ভাসাব পানসি আমার সোনালী পাল দিয়ে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।