আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতির সমূদ্র

এক খন্ড বরফ হাতে দাঁড়িয়ে.......

স্মৃতির সমূদ্র দেয়ালের গায়ে সমূদ্র এঁকে ঢেলে দিয়েছি ব্যথিত চোখের জল। দেয়ালের সমূদ্রে, নোনাজলের সমূদ্রে সাঁতার কাটে তোমার রেখে যাওয়া ভালবাসা। পাহাড়ের মতো গ্রীবা উঁচু করে স্মৃতিরা বলে- মনে চাইলেই কি ভুলে যাবে? ভুলে যাওয়া কি এতোই সহজ? একি পানি ভরা কলসি রাস্তার মাঝে উপুড় করে দিলেই খালি হবে। নাকি খাচায় পোষা পাখি খাচা খুললেই উড়ে যাবে নীলাকাশে ফিরবে না, ভুল করেও ফিরবে না? ভালবাসা পর হয়ে গেলেও স্মৃতিরা পর হয় না কখনো। ভুলে যাওয়া স্মৃতি ভুল করে মনে পড়ে বারে বার। == ০৯/০৭/২০০৯ ===

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।