আমাদের কথা খুঁজে নিন

   

তোমার রংয়ে নিজেকে রাঙ্গাবো

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** তোমার কল্লোলে কল্লোলিত হব বলে তৃষ্ণায় কাতর হয়ে তোমার প্রতীক্ষা করি তোমার রংয়ে নিজেকে রাঙ্গাবো বলে কখনো কারো রংয়ে রাঙ্গাইনি বসন্ত গুলি চলে গিয়েছে কখনো আফসোস হয়নি কিন্তু এই বসন্তে আমার কি হয়েছে বলতে পারো?? আমি তোমাকে ছাড়া বাঁচার শত চেষ্টা করছি কিন্তু কেন পারছি না বলতে পারো?? রাত্রিগুলি যেন এক বোঝা হয়ে দাঁড়িয়েছে কিভাবে পার করব তোমাকে ছাড়া আর কত ঘুমের টেবলেট খাবো তুমি আর আমি বলতে পারো?? আজকাল আর কিছুতেই আর অত মজা খুজে পাই না শুধু যন্ত্রের মত করে যাই, আমার প্রানপাখি আর কত কষ্ট দিবে, এবার সত্য কথা স্বীকার করে আকাশ বাতাস ফাটিয়ে বলো আমি তোমাকে অনেক অনেক ভালবাসি। আমি কান পেতে রয়েছি, বলো না দূষ্টূটা ওই যে কোকিল কোকিলাকে ডেকে চলেছে ওইযে টুনটুনিগুলি জোরায় জোরায় বেধে থাকছে ওইযে বাতাসেও শুধু ভালবাসার মিষ্টি গান শুনি ওখানে দেখ আকাশেও যে তারাগুলি একেলা থাকত কেমন আরেকটি জুটি নিয়ে জ্বলছে ভালবাসার কষ্টের সব রং অনুভব করেছি এইবার সুখের রংগুলি কি অনুভব করতে পারিনা ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.