আমাদের কথা খুঁজে নিন

   

কর্মক্ষেত্রে নিজের সুনাম বজায় রাখতে চান? তাহলে যে ১০টি জিনিস অবশ্যই মেনে চলবেন ==>

জীবন হচ্ছে সেই জলের মত, যে জলে আগুন জ্বলে! ব্লগে আসার সময় পাই না এখন আর, আজ ছুটি থাকায় ভাবলাম একটা "ফাচুকি" পোস্ট দিয়েই দেই! _____________________________________ নতুন নতুন চাকরী শুরু করেছি। নতুন জীবন, নতুন পরিবেশ, নতুন মানুষজন- সবমিলিয়ে নতুন অভিজ্ঞতা। প্রতিদিনই কিছু কিছু নতুন জিনিস শিখছি। অভিজ্ঞতা বাড়ছে। কর্মক্ষেত্রে শুধু কাজ করলেই হয় না, নিজের সুনাম বজায় রাখার জন্য কিছু কিছু জিনিস যেমন মেনে চলতে হয়, আবার কিছু জিনিস পরিত্যাগ করতে হয়, নয়ত বিপদে পরার সম্ভাবনা থাকে।

কর্মক্ষেত্রে নিজের সুনাম বজায় রাখার জন্য যে ১০টি জিনিস অবশ্যই মেনে চলবেন==> ১। অফিসের কোন জিনিস চুরি করতে যাবেন না! ২। সহকর্মীদের পিছনে তাদের নামে অন্য সহকর্মীর কাছে বদনাম করতে যাবেন না। ৩। কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত লাগে এমন বিষয়ে কথা বলতে যাবেন না।

(মগাচীপ নাকি জব করে। কেমনে অফিস করে কে জানে! ) ৪। আপনি কত বেতন পান-এই কথা যেমন অন্য সহকর্মীদের জানাবেন না, তেমনি অন্যদের বেতনের ব্যাপারটাও খুচিয়ে জানার চেষ্টা করবেন না কখনো। ৫। অফিসে রাজনৈতিক আলাপ চালাবেন না।

(আপনার হাসিনা-খালেদা আপনার কাছেই রাখেন! ) ৬। আপনার বা অন্য কারো যৌন জীবন সম্পর্কে সহকর্মীদের সাথে আলাপ জমাবেন না কখনোই! ৭। অনলাইনে খুব বেশি সময় কাটাবেন না। (ফেবু ও ব্লগ পরিহার করুন! ) ৮। নারী সহকর্মীদের টিজ করা এবং সহকর্মীদের সাথে ডেটিং এড়িয়ে চলুন।

৯। আপনি অন্য কোথাও জব খুজছেন বা এপ্লাই করেছেন- এটা যেন কোনভাবেই আপনার বর্তমান কর্মস্থলের কেউ ঘুনাক্ষরেও টের না পায়। ১০। সবসময় সময় মেনে চলুন। (৯ টার বদলে ১১টায় আসবেন আর ৫টার বদলে ৩টায় বের হয়ে যাবেন-এটা চলবে না! ) সূত্রঃ নেট ___________ সবার সফল কর্মজীবন কামনা করে শেষ করছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.