আমাদের কথা খুঁজে নিন

   

কর্মক্ষেত্রে বিশৃঙ্খলার নানা রূপ

প্রাণখোলা হাসির শব্দ শুনতে ভালোবাসি তবে সে হাসি হতে হবে স্বর্তস্ফূর্ত এবং মুখ খুলে। মুখ টিপে হাসার চেয়ে অট্টহাসিই আমাদের সত্যিকার প্রভাবিত করে এবং হাসির সংক্রমণ ঘটায়। যেকোনো প্রতিষ্ঠানেই কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। কিন' অনেকেই কর্মক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ক্যালিফোর্নিয়ার একটি প্রতিষ্ঠান সমীক্ষা চালিয়ে দেখেছে, কর্মচারীরা অফিসের নিয়মকানুন ভঙ্গ করে বিচিত্র সব কাজকর্ম করেন।

কর্মচারীদের সম্পর্কে গবেষণাকারী প্রতিষ্ঠান রবার্ট হাফ ইন্টারন্যাশনাল ৪৩০ জন কর্মচারীর ওপর সমীক্ষা চালান। তারা সমীক্ষায় দেখেন, কর্মচারীরা ওপরের দিকে কাগজ ছুড়ে মারেন, সহযোগীদের সাথে কোনো প্রোজেক্ট নিয়ে কাজ করার সময় চিৎকার-চেঁচামেচি করেন, সহকর্মী ঘুমিয়ে থাকলে ছবি তুলে বসকে পাঠিয়ে দেন, বসের কফিতে চুমুক দেন, সহকর্মীদের লাঞ্চ চুরি করেন, ডেস্কে নখ কাটেন, জুতা ছাড়া অফিসে ঘুরে বেড়ান এবং অন্য কর্মচারীদের নিয়ে উপহাস করেন। রবার্ট হাফ ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ব্রেট গুড বলেন, বেশির ভাগ ক্ষেত্রে এই ভুলগুলো করা হয়। নিজের ভুলগুলো তাড়াতাড়ি শুধরে নেয়া উচিত। কিন' একই ভুল বারবার করলে সুনাম ক্ষুণ্ন হয়।

ফলে পদোন্নতির সময় সমস্যা হয়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.