আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রিয় ব্লগারেরা -(পর্ব ২) লালসালু

ফ্ল্যাশব্যাক লালসালু - পিন মারাতেই সুখ প্রথমেই একটা কবিতা পড়ি উনার! কারার ঐ লৌহ কপাট ভেঙ্গে ফেল চৌকি ও খাট কারার ঐ লৌহ কপাট ভেঙ্গে ফেল চৌকি ও খাট ডাবল খাট রেখে আমি করবটা কী? হা হা হা পায়রে হাসি আমরা পুরুষ নইতো খাসি বলতে পারি না ‘ভালবাসি’ কচু গাছে দিমু ফাঁসি। ..... ওরে ও পাগলা পোলা আশি টাকা নাকি তোলা খাটের তক্তাগুলো জোরসে ধরে হ্যাঁচকা টানে ( মার হাঁক হায়দারী হাঁক ভেঙ্গে ফেল ঘুনে ধরা খাট টেকা লাগলে আমি দিমু তক্তা বেইচ্চা কটকটি খামু লগে থাকব আমার মামু। কারার ঐ লৌহ কপাট ভেঙ্গে ফেল চৌকি ও খাট (কোরাস)। !!!!!!!!!!!!!!!! জট্টিল এক আইটেম !!!!!!!!!!!!!! ব্লগের গালিবাজদের জন্য পরামর্শ দিয়েছিলেন এভাবে, আমি যদি ছাগু হই তুই হবি হাম্বা, আমাকে বাঁশ দিলে তোকে দিব খাম্বা। আজে বাজে কমেন্ট করলে দিব এমন গালি, গালিও কম জানিনা বাড়ী মহাখালি।

একটা মাইনাস দিলে তোর পোষ্টে ডাবল, তখন বুঝবি তুই লালসালুর ছোবল। ‘কত ধানে কত চাল’ বুঝবা তুমি শালা, চেহারাটা তোর সুন্দর মনটা কেন কালা? ব্লগিং ছেড়ে লিখে ফেল ‘গালির ডিকশিনারি’, কাষ্টমার হিসেবে পাবি বস্তির নর-নারী। সংসদের আশে পাশেও পাবি ভাল কাস্টমার, সামুর হাম্বাদের জন্য বিশ পারসেন্ট ছাড়। আরো কিছু, আমাদের ভালবাসা হয়ে গেছে ঘাস, খেয়ে গেল গরু দিয়ে গেল বাঁশ। এর আগের ভালবাসা হয়েছিল খড়, যাওয়ার আগে সে আমায় দিয়ে গেল চড়।

তারও আগের ভালবাসা হয়েছিল ভূষি, যাবার বেলায় আমাকে দিল একটা ঘুষি। এরশাদ চাচ্চুকে নিয়া: মুজিব, জিয়া নেই আজ আছি শুধু আমি, দুই নেত্রীর চেয়ে আমি অনেক বেশী দামী! আমার মাঝেই পাইবা মুজিব জিয়ার ছায়া, খারাপ লোকে আমারে ডাকে ‘বিশ্ব বেহায়া’ শক্ত হাতে দেশটারে করেছি আমি শাষন, জনগন দিছে আমারে পল্লীবন্ধুর আসন। বদেরা কয় আমি নাকি বড় রকমের লুল, ক্ষমতায় থাকলে তাদের চড়াইতাম শূল। আমারে নিয়া দেশে আছে হরেক রকম কৈতক, আমি নাকি মাইয়াদের লগে করি গোপন বৈঠক। নামবদল নিয়ে কোবতে! ‘গাবতলী’র হাটের নাম হবে ‘শেখেরতলী’, বঙ্গবন্ধুর নামে দিতে হতে মহিষ/পাঁঠা বলি।

‘শেখেরটেক’ নামটা আগের থেকে ছিল অনেক ভালো, ‘শ্যামলী’র নাম না বদলালে নেত্রীর মুখটা হবে কালো। ‘জিয়ার মাজার’ নাম বদলে কর ‘মুজিব মাজার’, ‘কাওরান বাজার’ হয়ে যাবে ‘শেখ কামাল বাজার’। ‘মোহাম্মদপুরের’ নাম ডাকত পার ‘শেখ হাছিনাপুর’, ‘রেহানাপুর’ হতে পারে সাবেক ‘সুত্রাপুর’। ‘কোতোয়ালী’ হয়ে যাক ‘ক্রিস্টিনাওয়ালী, ‘মহাখালী’ হতে পারে ‘মুজিবখালী’। ‘পুরানা পল্টন’ হতে পারে ‘জামাল পল্টন’ ‘ওয়াজেদের’ নামেও করতে পার এলাকা বন্টন।

যাই হোক, লোকটারে মিসাই ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.