আমাদের কথা খুঁজে নিন

   

ওডেস্কে আয় সম্পর্কে কিছু প্রয়োজনিয় তথ্য - ২

যারা আগের লেখাটা পড়তে পারেন নাই তাদের জন্য আজ যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ওডেস্ক সহ সকল ফ্রিলান্সার সাইটের জন্যই এটি প্রযোজ্য। বায়ার আপনাকে কোন কাজের জন্য সিলেক্ট করতে চায়। এর জন্য একটা সাম্পল কাজ দিল। আর বলল এই কাজটি সন্তোসজনক হয় তাহলে আপনি কাজের জন্য মননিত হবেন। যখন এই ধরনের কাজ করার জন্য বায়ার বলবে তখনই সবার আগে যেটা করতে হবে আপনার Job Application এ ঢুকে দেখতে হবে বায়ার কতজনকে ইন্টারভিউ কল করেছে।

যদি এই সংখ্যাটা ৫/৬ এর বেশী হয় তাহলে ঐ কাজ করা যাবে না। কারণ এই ক্ষেত্রে যেটা হয় বায়ার সবাইকে এই ধরণের সাম্পল কাজ করার জন্য দিয়েছে। ফলাফল বিনা পয়সায় সাম্পল কাজের মাধ্যমেই বায়ারের কাজ শেষ। উদাহরণ হিসাবে বলা যায় আপনি যে কাজের জন্য Application করেছেন সেই কাজটি হচ্ছে পিডিএফ/ইমেজ থেকে ওয়ার্ডে টাইপ করা। এই কাজের জন্য Application করেছে ২০০ জন।

বায়ার ইন্টারভিউ এর জন্য সিলেক্ট করেছে ১৭৫ জন। এখন বায়ার যদি প্রত্যেকে একটা করে আলাদা আলাদা পেইজ দেয় তাহলে ঐ সাম্পল কাজের থেকেই তার ১৭৫ পেইজ লেখা শেষ। এই কাজের জন্য তার আলাদা করে কোন খরচের দরকার হচ্ছে না। তাই যখন বায়ার কোন সাম্পল কাজ দিবে তখন আগে দেখতে হবে এই কাজের জন্য কতজনকে ইন্টারভিউ নিচ্ছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.