আমাদের কথা খুঁজে নিন

   

ওডেস্কে যারা কাজ করতে আগ্রহী পোষ্টি তাদের জন্য

যেতে দাও সেদিনের মতো, পেতে দাও সেদিনের ক্ষত । নীল শরীরে তোমায় ছোঁবো, নীল সাগরে ভাসিয়ে দেবো । ওডেস্কে বেশ কিছু টিম মেম্বার নেয়া হবে । আপনি যদি সত্যিই আউটসোর্সিং এর সাথে নিজেকে জড়াতে চান সেক্ষেত্রে আমি আপনাকে সাহায্য করতে পারি । ওডেস্কে আমার টিমটি নতুন ।

আমার টিমের নাম সোস্যাল মিডিয়া গ্রুপ । সাধারনত সোস্যাল মিডিয়া মার্কেটিং নিয়েই কাজ করা হয় বেশী, তবে সবাই নিজেদের পছন্দের যে কোন কাজ করতে পারবে । বর্তমানে টিমের সদস্য সংখ্যা ১১ জন । আমাদের লক্ষ্য আউটসোর্সিং এ বাংলাদেশেকে বিশ্বের কাছে সম্ভাবনাময় দেশ হিসেবে সুপিরিচিত করা। আমাদের টিমের লিংক: https://www.odesk.com/companies/Social-Media-Group_~~44dc2eb16eded9a3 যদি কেউ আমাদের সাথে যোগ দিতে চায় তবে অবশ্যই Skype অথবা Gtalk এ যোগাযোগ করতে হবে ।

Skype: freelancer.reza Gtalk: rezanilphamari আমাদের শর্ত সমূহ: প্রথম শর্ত আপনাকে অবশ্যই টিমের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে । বিড করার ক্ষেত্রে টিম অবশ্যই আপনাকে সাহায্য করবে, তবে বেশীর ভাগ সময়ই আপনাকে নিজ থেকে জব সিলেক্ট করে বিড করতে হবে । বিড করার জন্য সকল সাপোর্ট টিম আপনাকে দেবে । ২ দিন বিড করে কাজ না পেলে অনেকেই হাল ছেড়ে দেয় । যদি কেউ পরপর Max ৫ দিন অনিয়মিত থাকে তাকে টিম থেকে বের করে দেয়া হবে ।

এবং আপনার কাজ নিয়ে সকল সমস্যা আপনি টিমের সাথে শেয়ার করতে পারেন । পেমেন্ট: আমরা টাকা তোলার জন্য Payoneer কার্ড ব্যবহার করি । ওডেস্কে সাধারনত Payoneer কার্ডে বালেন্স ট্রান্সফার করতে ২ ডলার চার্জ করে এবং ২-৪ দিনের মধ্যে তা কার্ডে চলে আসে আর ইমিডিয়েট লোড নিতে চাইলে অতিরিক্ত ২.৫ ডলার চার্জ হবে এবং সেক্ষেত্রে সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে কার্ডে লোড হবে । Payoneer কার্ডের মাসিক চার্জ ৩ ডলার এবং প্রতিবার টাকা উত্তোলনের সময় ২.২৫ ডলার চার্জ করা হবে । আমাদের সাথে কাজ করতে হলে আপনাকে 25% কমিশন দিতে হবে ।

বাকি 75% আপনি ৭২ টাকা প্রতি ডলারে হিসাবে ক্যাশ পাবেন । আপনার অন্য কোন চার্জ লাগবে । অন্য সব চার্জ টিম বহন করবে । আপনার পেমেন্ট সাধারনত টিম ম্যানেজারের একাউন্ট এসে জমা হবে এবং সর্বনিম্ন ৫০ ডলার হলে আপনি ক্যাশ নিতে পারবেন । কেউ টিমে যোগ দিতে চাইলে উপরে দেয়া Skype অথবা Gtalk এ যোগাযোগ করুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.