আমাদের কথা খুঁজে নিন

   

ওডেস্কে আয় সম্পর্কে কিছু প্রয়োজনিয় তথ্য

যারা ওডেস্ক থেকে কাজ করে আয় করার চিন্তা করছে এই পোষ্ট টা মূলত তাদের জন্য। যারা ওডেস্ক সম্পর্কে জানেনা তাদের জন্য বলছি ওডেস্ক হচ্ছে online আয়ের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম গুলির একটি। ওডেস্ক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন (এটা জিন্নাতুল হাসান ভাইয়ের ব্লগ এটি online আয়ের জন্য খুবই উপকারি একটা ব্লগ) আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ওডেস্কের কোন কাজে বিট করা যাবে আর কোন কাজে বিট করা যাবে না। আমার যতটুকু অভিজ্ঞতা তা থেকে বলতে পারি ওডেস্কের সকল কাজে বিট করা যাবে না। অনেক বায়ার আছে যারা কাজ দেয়ার আগে Payment Method verify করিয়ে নেন না।

এখন কথা হচ্ছে কোন ব্যায়ারের Payment Method verified কিনা তা বুঝব কি করে? বোঝা খুবই সহজ, যে কোন কাজের বর্ণনার পরই থাকে ব্যায়ারের বিবরণ। বায়ার যদি একে বারে নতুন হয় তাহলে লেখা থাকে নিউ, যদি পেমেন্ট ম্যাথড ভেরিফাইড না থাকে তাহলে লেখা থাকে পেমেন্ট ম্যাথড নট ভেরিফাইড এবং এখানে কোন $ চিহ্ন থাকে না। আর যদি পেমেন্ট ম্যাথড ভেরিফাইড হয় তাহলে এখানে একটা $ চিহ্ন থাকে এবং লেখা থাকে পেমেন্ট ম্যাথড ভেরিফাইড। অনেকের ক্ষেত্রে $ চিহ্নটা সবুজ করা থাকে। এই বিষয়টির প্রতি বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে।

সবুজ করা মানে সে বিভিন্ন কাজে কিছু পেমেন্ট করেছে। আর এক ধরনের বায়ার আছে যাদের পেমেন্ট ম্যাথড ভেরিফাইড না কিন্তু তারা কিছু কাজ করিয়েছে। এই ধরনের বায়ার খুব কম। ৩ নং ছবিটি হচ্ছে এই ধরনের ব্যায়ার। এরপর যে বিষয়টির প্রতি খেয়াল রাখতে হবে বায়ার কোন দেশের।

ভারত, ফিলিফাইনের ব্যায়াররা সাধারণত অন্যদেশের তুলনায় একটু কঠিন প্রকৃতির। এইজন্য এই দুই দেশের ব্যায়ার এড়িয়ে চলা ভাল। কাজের জন্য Apply করার ক্ষেত্রে একটি বিষয় বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে তা হল আমি যে কাজ পারিনা সেই কাজে Apply করা যাবে না। কাজে Apply করার পর যখন রেসপন্স আসবে তখনও সব কাজ করা যাবে না। যেমন অনেক সময় ডাটা এন্ট্রির ক্ষেত্রে দেখা যায় ক্যাপচারের কাজ আসে।

ক্যাপচার কাজ হচ্ছে ইমেজ দেখে লেখা। যেমন আমরা যখন ইয়াহু বা জিমেলে একাউন্ট খুলি তখর সবশেষে একটা লাইন থাকে যেটা একটা ছবির মত এবং এই ছবিটা দেখে দেখে নিচের বক্সে টাইপ করতে হয়। এই কাজ থেকে সকল সময় দুরে থাকতে হবে। সাধারণত এই কাজগুলোতে বায়ার একটা সাইটের Address দিবে। আর বলবে এই সাইটে ঢুকে কাজ শুরু কর।

এই কাজ গুলি অধিকাংশ ক্ষেত্রেই ভুয়া। কারণ এখান থেকে পেমেন্ট পাওয়ার সম্ভবনা খুবই কম। সবশেষে আমরা একটা গ্রুপ করেছি । এখানেও মেম্বার হয়ে বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করা যাবে। যারা অভিজ্ঞ তাদেরকে এই সাইটের মেম্বার হয়ে সাইটের মেম্বারদের বিভিন্ন ধরনের পরামর্শ দেয়ার অনুরোধ করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.