আমাদের কথা খুঁজে নিন

   

ওডেস্কে যারা কাজ করেন তাঁদের কাছে জরুরী সাহায্য চাইছি

Stil Alive - অহনো বাঁইচ্চা আচি! কিছুদিন হলো ওডেস্কে ঘাটাঘাটি করছি, কারণ বুঝতে পেরেছি যে ক্লিক বাণিজ্য আর ক্যাপচা দিয়া ফ্রিল্যান্সিং হবে না। হালকা-পাতলা গ্রাফিক্স ডিজাইন জানি আর ডাটা এন্ট্রির কাজগুলোতে এপ্লাই করি। এর আগে একটা কাজ পেয়েছি ফাইল আপলোডের, কৃতিত্বের সাথে কাজটা করেছিও (কৃতিত্ব শব্দটা বেশি হয়ে গেল!) কিন্তু ভুল করেছি অন্য যায়গায়! আওয়ারলি কাজগুলোতে যে টাইমলগ রেকর্ড করতে হয় "ওডেস্ক টিম" সফটওয়্যারের মাধ্যমে সেটা জানতাম না। আর টাইমলগ রেকর্ড না করেই কাজ করে দিয়েছি। এখনো কোন পেমেন্ট পাইনি, কন্ট্রাক্ট উইক শেষ হলো আজ।

কথা সেটা না, কথা হলো আজকে অনেকগুলো কাজের আবেদন করেছি যার মধ্যে একটি ছিলো টি-শার্ট ডিজাইন আর আরেকটা ডাটা এন্ট্রি (কিঞ্চিৎ HTML এর দক্ষতাও চেয়েছে যা আমার আছে)। টি-শার্ট এর জবটাতে এপ্লাই করার সময় ডিজাইন করা টিশার্টের দুটো নমূনা পাঠিয়েছিলাম। এখন দেখি ক্লায়েন্ট ইন্টারভিউ-এর জন্য ডেকেছে দুইজনেই ইন্টারভিউ নেবেন স্কাইপিতে। আমার স্কাইপি আইডি আছে কিন্তু এই মূহুর্তে ওয়েবক্যাম নেই। এখন ওয়েবক্যাম ম্যানেজ করাও সম্ভব না।

এখন আমার কি করা উচিৎ? ক্লায়েন্টদেরকে যদি বলি যে আমার ওয়েবক্যাম নেই তাহলে কি কাজগুলো পাওয়ার কোন সম্ভাবিলিটি আছে? অভিজ্ঞ ভাইয়েরা প্লিজ সাজেশন দেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.