আমাদের কথা খুঁজে নিন

   

ওডেস্কে ফ্রিল্যান্সিং করে আয় করুন।

আমি একজন ফ্রিল্যান্সার। আমি বাংলাদেশর সকল বেকারদে উদ্দেশ্যে ফ্রিল্যান্সিং সম্বন্ধে কিছু লিখতে চাই।

ওডেস্ক হচ্ছে একটি ফ্রিল্যান্সিং মার্কেটপে-স য়েখানে সারা পৃথিবী থেকে প্রায় ১ লক্ষ ফ্রিল্যান্সার কাজ করে । সইটটিতে প্রতিটি প্রজেক্টের জন্য নির্ধারিত মূল্যের এবং ঘন্টা চুক্তির ভিত্তিতে কাজ পাওয়া যায়। ঘন্টা চুক্তির কাজ গুলো গ্যারান্টিযুক্ত কারন এই হিসেবে কাজ করলে আপনি যদি একটি কাজ সফলভাবে নাও করতে পারেন তবুও যত ঘন্টা কাজ করেছেন তার পেমেন্ট পাবেন তবে আপনার ফিডব্যাক খারাপ করে দিতে পারে।

তাই আপনার কাজের বিড ফেলার সময় ভেবে নিন যে কাজটি আপনি ভাল বুঝেন সেই কাজটিতে বিড ফেলুন। ইতি মধ্যে এই সাইটটি বাংলাদেশী প্রভাইডারেদর নিকট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আশা করা যায় যে বেকার সমস্যায় জর্জরিত বাংলাদেশী তরুন সমাজের কাছে ওডেস্কের মত সাইটগুলোকেই একসময় তাদের ভার্চুয়াল অফিস হিসেবে নেবে। ওডেস্কে কাজ করতে চাইলে প্রথমে সাইন আপ করে অবশ্যই আপনাকে রেডিনেস টেস্ট দিয়ে উত্তির্ন হতে হবে। এছাড়াও ওডেস্কে রয়েছে জব ক্যাটাগরি অনুযায়ী পরীক্ষা দেওয়ার সুযোগ।

যত বেশী পরীক্ষায় উত্তীর্ন হবেন তত বেশী কাজের বিড ফেলতে পারবেন। কোন কাজের জন্য দরখাস্ত করার পর আপনাকে বায়ার ইন্টারভিউয়ের জন আহবান করবেন। আপনি যে কাজের জন্য দরখাস্ত করেছেন সেই কাজটি সম্পর্কে আপনার সঠিক ধারনা আছে কিনা সেটাই ইন্টারভিউয়ের উদ্দেশ্য। অতএব বায়ারকে আপনি বায়ারকে বুঝান যে আপনি কাজটি সম্বেন্ধে বুঝতে পেরেছেন এবং আপনি কাজটি করতে পারবেন। যদি আপনার ইন্টারভিউতে বায়ার সন্তুষ্ট হন তাহলে আপনাকে অ্যাসাইনমেন্ট দেবেন।

অ্যাসাইনমেন্ট পাওয়ার পর ওডেস্ক টিম নামক একটি সফটওয়ার ডাউনলোড করে নিতে হবে যেটি আপনি যখন কাজ করবেন তখন তা ৫/১০ মিনিট পর পর আপনার কাজের সর্বেশষ অবস্থার স্ক্রিনশট নেবে। ওয়ার্ক ডাইরিতে গিয়ে আপনি মোট কতক্ষণ কাজ করলেন এবং টিমরুমে গিয়ে আপনার প্রজেক্টে কতজন সদস্য আছে এবং তারা কতক্ষণ কাজ করেছে তা দেখতে পারবেন এমনি তাদের সাথে চ্যাটিং করে তাদের কাছ থকেও সাহায্য নিতে পারবেন। ওডেস্কে সাইন আপ করতে চাইলে এই লিঙ্কে যান।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.