আমাদের কথা খুঁজে নিন

   

নষ্ট মানুষ তোমায় শুধু কষ্ট দেবে

....ভালো ভাবে বাঁচতে ভালোবাসি.......... বুকের পাঁজরে জমছে ধুলো দিন বদলের স্তরে অল্প আলোয় সলতে জলে দুস্থ মনের ঘরে। এই বুকের উপর তোমায় বলো কেমনে দেব ঠাই আমি নিজেই এখন হারিয়ে গেছি নিজের কাছে নাই। স্বপ্নগুলো যন্ত্রনা দেয় এখন বিকেল হলেই আপোষ করেই শান্তনা নেই দিন তো যাচ্ছে চলেই। এই হৃদয়ের স্পন্দনে আজ স্বার্থপরের নাম, কেমন করে দেইতো বলো তোমার চুমুর দাম। চোখের পাতা শুষ্ক এখন আর ভেজেনা জলে মাতাল হাওয়া হারিয়ে গেছে সব হারানোর দলে। আমিও এখন ভদ্র সমাজ নিয়ম মেনে চলি সকাল দুপুর আর হাটি না মনের অলিগলি। জং ধরেছে বিশ্বাসে আজ রং হারানো রাতে সবাই আমায় বদলে দিলো তোমার কি দোষ তাতে? হিসেব পেলে তোমরা সবাই নষ্ট মানুষ আমি আমার সাথে থাকলে শুধুই কষ্ট পাবে তুমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.