আমাদের কথা খুঁজে নিন

   

নষ্ট নারীর নষ্ট কাব্য

খুব সাধারন এই আমি

নারী তুমি একজন কে শুনাও ভালোবাসার কবিতা, অন্যজন কে শুনাও প্রেমের গান। কিভাবে পারও তুমি- একসাথে দুই দেবতার পূজা করতে, নারী তোমার কয়টা মন-?? নারী আমি তোমায় যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি,যতই জানছি ততই; বিস্মৃত ও আশ্চর্য হয়ে যাচ্ছি- কখনও তুমি দিনের আলোর মত পরিস্কার, কখনও তুমি অম্যাবসার রাতের মত অন্ধকর। নারী তুমি বন্ধুত্ব চাও কিন্তু ভালোবাসা চাও না- আবার ভালোবাসা চাও কিন্তু বন্ধুত্ব চাও না। আমি যখন নতজানু হয়ে বসি, নিজেকে উজারকরে দিবার জন্য, নারী তুমি মুখ ঢেকে দাও ঘোমটা দিয়ে- যেন মনে হয়; আমার বেহায়া নৌকা ডুবেছে, তোমার ঐ লাজ নদীতে। বল তুমি; আমি নাকি অসভ্য পুরুষ। আবার অসময়ে নিজেকে, বিবস্ত্র করে দাও অবলীলায় যখন আমি ত্যাক্ত বিরক্ত ইচ্ছা থাকার পরও অনিচ্ছার ভারে ক্লান্ত দেহ, বল তুমি; আমি নাকি পুরুষোত্তহীন। নারী তুমি সুখ চাও কিন্তু কষ্ট্ পেতে চাও না- স্পর্শ চাও কিন্তু ভালোবাসা চাও না। আবার বল তুমি; আমি নাকি তোমায় বুঝিনা- প্রশ্ন আমার একটাই , নারী; তুমি কি তোমায় বুঝো-? তুমি কি চাও-???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.