আমাদের কথা খুঁজে নিন

   

নষ্ট ভালোবাসায় নষ্ট কবিতা

বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমিই মুজিব আমি প্রেমে পড়ি না কোন রূপসীর শোভার এতো শোভার আমার প্রয়োজন নাই অতোটা ভালোবাসারও প্রয়োজন ছিলো না কখনো একটা শরীর আর একটা মাংস মাধবীই আমার পছন্দ । আমি প্রেমে পড়ি না কেশবতী কোন নারীর কাজল কালো চোখের প্রেমে পড়ি নগ্ন বাহুর , নীলিমার উন্নত বক্ষের রক্তের প্রয়োজন ফুরিয়ে গেছে , ধ্বংস দেখে আমি ক্লান্ত সময় যাচ্ছে ফুরিয়ে ,এবার প্রয়োজন বীর্যের । প্রয়োজন নেই প্রেমিকার,কি হবে গিয়ে দামী রেস্তোরাতে কফির সাথে মিশিয়ে খাওয়া লাল রং আর চুমুতে ? মন আমার পড়ে আছে ক্ষুদা ও খরার এই অবেলায় অনাহারে ভোগা মানুষের ব্যথাতে । নষ্ট আমি পথ ভ্রষ্ট আমি ফিরিয়ে দিয়েছি নিষ্পাপ রূপসীর একুশটি লাল গোলাপ মনে পড়ে এক বেশ্যার প্রেমে পাগল ছিলাম তখন কত রাত কাটিয়ে দিয়েছি এমনি করে হাজারটা পাপ। নীলিমারা আজ ফিরে যাও ঘরে মন এখন বিদ্রোহের মাঠে বিশ্বাস রাখি রাতের আধারে কলঙ্কিত হয়ে যাওয়া মেয়ের ভোরের আলোয় মুখের হাসি ফিরে পাবার বিপ্লবী অসম্ভবে ।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.