আমাদের কথা খুঁজে নিন

   

নষ্ট সময়ের নষ্ট রাজনীতি

ঘুমের মাঝে স্বপ্ন দেখি না, স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অন্ততপক্ষে শুক্র ও শনিবারটি একটু শান্তিতে থাকতাম। এবার শনিবারটাও অশান্তিময় হয়ে উঠল। আগামীকাল থেকে আবার অবরোধ। আরো অনেক মানুষ মরবে।

বিরোধীদল বলবে এই মানুষ হত্যা সরকারী দল করেছে। সরকারী দল যদি হত্যা করেই থাকে, তাহলে অবরোধ ডেকে সরকারী দলের হাতে হত্যার সযোগ করে দিয়ে কি ফায়দা? আমি সাধারণ মানুষ এইসব অদ্ভুত যুক্তি সত্যিই বুঝে উঠতে পারিনা। যতই মনে করি, এইসব রাজনীতি নিয়ে আলোচনা করবনা, কিন্তু তা আর পারিনা। আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী, একমাত্র আমরাই বুঝতে পারি কত কষ্টে আছি। আমাদের অফিস ভাড়া, ষ্টাফের বেতন কি কোন রাজনৈতিক দল দিবে? আমরা যারা ক্ষুদ্র এডফার্ম বা প্রিন্টিং বিজনেস এর সঙ্গে জড়িত বছরের শেষ সময়টি থাকে আমাদের ব্যবসার মৌসুম।

অথচ রাজনৈতিক পরিস্থিতির কারণে এই কাজের সংখ্যা অকল্পনীয়ভাবে কম। আমি জানি আমার এই কথায় অনেক বিএনপি পন্থী মানুষ তেড়ে আসবেন। বলবেন, আওয়ামী লীগও তো বাসের মধ্য মানুষ পুড়িয়ে হত্যা করেছে। ভাই আমি অস্বীকার করছি না। আওয়ামী লীগ এর হত্যার কথা আমার স্পষ্ট মনে আছে।

কিন্তু লীগ হত্যা করেছে বলে কি আপনাদেরও হত্যা করতে হবে? তারমানে আগামীতে আপনারা ক্ষমতায় আসলে কি শেয়ারমার্কেট দূর্নীতি, পদ্মা সেতু, হলমার্ক এর মত দূর্নীতি করবেন? তখন কি আপনারা বলবেন, লীগ দূর্নীতি করেছে বলে আমরাও করব? সবই তো সাধারণ মানুষ মারছেন, একবার নিজেদের সন্তানদের বাসে পুড়িয়ে দেখুন না। নিজের সন্তানদের পাঠান না, রাজপথে। গরীব মানুষদের ব্যবহার করবার বদলে, দয়া করে নিজের সন্তানদের ব্যবহার করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.