আমাদের কথা খুঁজে নিন

   

আমি নষ্ট হতে চাই কিন্তু এ সমাজ আমাকে নষ্ট হতে দিলনা

নষ্ট ছেলের অসংলগ্ন উপাখ্যান... সারাজীবন এর বিপরীত সংলাপ শুনে বড় হয়েছি কিন্ত আজ আমার কাছে মনে হচ্ছে আমি কি পারব নষ্ট হতে ;নষ্ট হওয়ার চেষ্ট করছি কিন্তু আমার কাজকর্ম দেখে সবাই বলে তোমার পক্ষে নষ্ট হয়ো সম্ভব নয় ; ধুমপান কি মানুষকে নষ্ট করতে পারে আমার মনে হয় পারেনা তাই আজো ধুমপান করতে পারিনি ,মদ গাজা হিরোইন না শুরূ করলে নষ্ট হওয়া যায়না ;কিন্তু আমার পক্ষে তাও সম্ভব না ;সম্ভবত ধর্মীয় কারণটাও এখানে মুখ্য নয়, গন্ধটা সহ্য করতে পারিনা । আজ অবধি এ অধ্যায় উন্মোচন হলোনা ;তাহলে আমি নষ্ট হবো কিভাবে ? মানুষকে বিশ্বাস না করাটা যদি মহাভূল হয়ে থাকে তবে নিশ্চয় বিশ্বাস করাটাও আরো বড় ভূল আর এটা এমন ভূল যার প্রায়শ্চিত্য শুধু বস্তুগত নয় অনেক বড় আত্মিক হয়ত কিছু কিছু ক্ষেত্রে সেই ছায়া আপনাকে সারা জীবন টেনে বেড়াতে হতে পারে । আমি মনে হয় বড় ভূলটাই করে ফেলেছি ; এবং করে যাচ্ছি । আমি জানিনা আমার বর্তমান অবস্থান সময়ের বিপরীতে কিনা । ???? যখন আমি সহজ সরল স্বাভাবিক জীবন যাপনের মানষিক প্রস্তুত হলাম তখন আমি তিরস্কৃত হলাম আমার অতি নিকটের মানূষগুলোর দ্বারা ;পরিবেশ আমাকে বুঝিয়ে দিলো তোমার মূল্য কোথায় নিহিত ?আর যখন আমি ব্যতিক্রম জীবনের জন্য নিজেকে প্রস্তুত করলাম তখন হলাম উপহাসের পাত্র ।

আমার আকাঙ্খাই আমার জন্য কাল হয়ে দাড়িয়ছে । স্বাভাবিকভাবে জীবন যাপনের জন্য স্রষ্টা কি সবাইকে পাঠিয়েছেন ??হয়ত আমি তাদেরই একজন ! স্রষ্টা আমাকে পাঠিয়েছেন সংক্ষিপ্ত সময়ের জন্য ;এর মধ্যেই আমাকে আমার আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে । জানিনা এ চাওয়ার শেষ কোথায় ;এই সংক্ষিপ্ত সময়ে সকলকে খুশি করা আমার পক্ষে সম্ভব যে নয় তাও খুব নিষ্ঠর অভিজ্ঞতার মাধ্যমে বুঝিয়াছি । সর্বদাই চেষ্টা করে যাচ্ছি আমি যেন কারো মন খারাপ কিংবা অসন্তুষ্টির কারণ না হই ! পারিনি ;মনে হয় পারবনা কারণ আমাদের চাওয়া পাওগুলো ধারাবাহিকভাবে অসীম । রুচির বিবর্তন ও আকাঙ্খার এক অশুভ চক্রে আমরা আবর্তিত ।

সমাজটা পচে গেছে না এই সমাজের মানুষ গুলো তা নিয়ে নিজের সাথে নিজেই দ্বন্ধে জড়িয়ে পড়ি । জীবনের ২২টি বসন্ত অতিক্রম করেছি ,দেখেছি মানব ও মানবতার বিভৎস রূপ ,ঘৃণা ও ভালবাসার পরিণতি ;শিখেছি মানুষকে কেন অন্তর দিয়ে ভালবাসতে নেই ?বিশ্বাস করতে নেই ?অভাব কি কিভাবে স্বভাকে প্রভাবিত করে ? নষ্ট ছেলের অসমাপ্ত নষ্টামি......... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.