আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে সমকামীদের সামাজিক ও আইনগত স্বীকৃতি দেয়া হোক

হ য ব র ল কথামালা হিসাব কষে দেখলাম প্রকৃতিই হয়তো এখন সমকামিতা চায় । বিশেষ করো বাংলাদেশের জন্য ব্যাপারটা আরো বেশি মঙ্গলজনক । দেশে জনসংখ্যা এখন প্রায় ১৫ কোটি । ছোট্ট একটা দেশে ঠাঁই নাই ঠাঁই নাই অবস্থা । জনসংখ্যার চাপে ঢাকার প্রায় বসবাসের অযোগ্য হয়ে যাওয়ার মত অবস্থা ।

এই রকম অবস্থায় সমকামিতাকে সামাজিক ও আইনগত স্বীকৃতি দেয়া হলে অনেকগুলো সুফল পাওয়া যেতে পারে । ১। সাধারনভাবে বিভিন্ন পরিসংখ্যানে ২-৩% মানুষ নিজেদের সমকামী বলে স্বীকার করেছে । সে হিসাবে বাংলাদেশে সমকামীর সংখ্যাটা ৪৫ লাখ । তারা যদি বিপরীত লিঙ্গের কাউকে বিয়ে না করে সমলিঙ্গের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয় তাহলে সমকামী দম্পতির সংখ্যা হয় ২২ লাখের উপরে ।

ধরি তাদের মধ্যে প্রাপ্তবয়ষ্ক প্রায় ১৫ লাখ । ১৫ লাখ মানুষ যদি কোন সন্তান জন্ম না দেয় ,তাহলে দেশের উপর একটা বিরাট চাপ কমে যাবে । ২ । এই ১৫ লাখ দম্পতি তো আর সারাজীবন একাকী থাকবে না । নিসঙ্গতা দূর করার জন্যে যদি একজন করে সন্তানও দত্তক নেয় , তাহলে ১৫ লাখ এতিম শিশুর জীবন ধারনের উপযুক্ত ব্যাবস্থা হয়ে যাবে ।

এতিমখানার দয়া মায়া ভালবাসাহীন পরিবেশের বদলে পারিবারিক মায়া মমতার মধ্যে দিয়ে বেড়ে উঠবে , এতে বখাটে না হয়ে উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে উঠার সুযোগ পাবে । দেশের অর্থনীতিতে এই ১৫ লাখ যে বেটার ইকোনোমিক ভ্যালু ক্রিয়েট করতে পারবে তা বিরাট । ৩। সামাজিক আর ধর্মীয় স্বীকৃতির অভাবে আমাদের দেশের সমকামীরা তাদের স্বাভাবিক জীবন যাপন করতে পারে না । সারাজীবন ধরে অভিনয় করে যায় বিষমকামীর মত ।

দাম্পত্য জীবনে তারা নিজেরাও সুখী হতে পারে না ,বরং তাদের সাথে যাদের বিয়ে হয়, তারাও অসুখী হয় । সামাজিক আর ধর্মীয় স্বীকৃতি পেলে তারা সুখী জীবন যাপন করতে পারবে , এতে সমকামীদেরও লাভ আবার দেশেরও লাভ । কারন সুখী জনগনের প্রোডাক্টিভিটি অসুখী জনগনের চেয়ে বেশী । ৬। স্বাভাবিক প্রকাশ্য জীবনের সুযোগ না পেয়ে তারা অনেকসময় বিষমকামির দিকে বা কোন শিশুর দিকে হাত বাড়ায় , যা খুবই আপত্তিকর ।

স্বীকৃতি পেলে এটা একেবারে বন্ধ না হলেও প্রকোপ যে কমবে তা নিশ্চিত করেই বলা যায় । ৫। মানুষ প্রজাতি হিসাবে বির্বতনের ধারায় সবচেয়ে বেশী সাকসেসফুল । এই সফলতা এখন আমাদেরই বিপদের কারন হয়ে দাড়িয়েছে । ৭ বিলিয়ন মানুষের শক্তির যোগান দিতে গিয়ে পৃথীবিই সব সম্পদ শেষ হতে চলেছে ।

এখন তাই দরকার জনসংখ্যার নেগেটিভ গ্রোথ । চিন্তা করে দেখুন বাংলাদেশের জনসংখ্যা যদি তিন ভাগের একভাগ হতো , তাহলো চারপাশের এত ক্রাইসিস কি থাকত ? তাই প্রকৃতি হয়তো একটু ভারমুক্ত হতে চাইছে, মানব বা জীব বিবর্তনের ধারায় এটাও হয়ত কোন নকশা । [দয়া করে আমাকে সমকামী ট্যাগ দেবেন না , সমকামীতা ব্যাপারটা নিয়ে সেদিন ভাবছিলাম, তখনই মনে হলো এরকমটা ]  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.