আমাদের কথা খুঁজে নিন

   

কবির নায়িকা

:) পল্লীকবী জসীমউদ্দীন তার ‘নকশী কাঁথার মাঠ’ এর নায়িকা চরিত্র ‘সোনা’-এর পরিচয় দিয়েছিলেন এভাবে- “ওই গাঁখানি কালো কালো, তারি হেলান দিয়ে, ঘরখানি যে দাঁড়িয়ে হাসে ছোনের ছানি নিয়ে ; সেইখানে এক চাষীর মেয়ে নামটি তাহার সোনা, সাজু বলেই ডাকে সবে, নাম নিতে যে গোনা |” এরপর তার বর্ণনা এভাবে- “লাল মোরগের পাখার মত ওড়ে তাহার শাড়ী, ভোরের হাওয়া যায় যেন গো প্রভাতী মেঘ নাড়ি | মুখখানি তার ঢলঢল ঢলেই যেত পড়ে, রাঙা ঠোঁটের লাল বাঁধনে না রাখলে তায় ধরে | ফুল-ঝর-ঝর জন্তি গাছে জড়িয়ে কেবা শাড়ী, আদর করে রেখেছে আজ চাষীদের ওই বাড়ি | যে ফুল ফোটে সোণের খেতে, ফোটে কদম গাছে, সকল ফুলের ঝলমল গা-ভরি তার নাচে |” জসীমউদ্দীন এই চরিত্রটি বাস্তব এক চরিত্র অবলম্বনে রচনা করেন। এই বাস্তব চরিত্রটি হচ্ছেন ছবির এই মানুষটি । ঊনার আসল নাম ‘আমেনা বেগম’। গবেষকদের কারও কারও মতে ঊনার নাম ছিল ‘ললিতা বেগম’ আমার ছোটবেলার প্রায় পুরোটা সময় ঊনার সাথে কেটেছে। ইনি আমার দাদী। আমি অবশ্য দাদা বলেই ডাকতাম…. জসীমউদ্দীন ১২-১৩ বছরের এই নারীর রুপেগুণে মুগ্ধ হয়ে বিখ্যাত এই কাব্যগ্রন্থ রচনা করে ফেলেন। ভাগ্যিস কাজী নজরুল ইসলাম ৬০ বছর বয়সী এই আমেনা বেগমকে দেখেননি। দেখলে হয়ত আরেকটা বিদ্রোহী কাব্য লিখার অনূপ্রেরনা পেয়ে যেতেন। সে গল্প আরেকদিন হবে…

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.