আমাদের কথা খুঁজে নিন

   

মিডিয়া আজ ধ্বংসের পথে, এগুলো এ পথে আরেক ধাপ

সমাজে একটা কথা আছে যত দোষ নন্দ ঘোষ এই কথাটা সব সময় একটি শ্রেণীকেই শুনতে হতো আজ আরো অনেকে এতে যোগ হয়েছেন যোগ হয়েছেন অনেক আগেই আজ তা প্রকাশ পাচ্ছে মাত্র নীতি নৈতিকতার কথা বলে অনেকেই একদিকে শুধু তীরঁ ছুড়তেন আজ তারা নিজেরাই নিজেদের দিকে তীরঁ বিদ্দ্ধ করছেন। তারা পুলিশের চেয়ে দুনীর্তিবাজ, নারী লিপ্সু, কুকর্মে পারদর্শী-এরাই আবার পিছনের খবর দেয়, ধিক্কার জানাই তাদের এরাই সব সময় ব্ল্যাকমেইল করে মানুষকে। সত্য প্রকাশের নামে নতুন সত্য তৈরী করে, নীতিবান বলে নিজদের প্রকাশিত করে মানুষকে হেয় করে। আমরা জনগণ কেউ কেউ তাদের চিনলেও প্রকাশ পেত না। আজ তা একটু একটু করে প্রকাশ পাচ্ছে।

অল্প বেতনে চাকুরী করে কোটি কোটি টাকা তারা কামান কিভাবে। মানবাধিকারের কথা বলে রাত নামলেই আবার ফাও মদ খান । এই কি তাদের আড়ালের কথা কাল আবার দেখা গেলো একজন গুমের সাথি জড়িত। ক্ষয় তো তাদেরই বেশী কিন্তু অঙ্গুলী শুধু কেন অপরের দিকে। নিজেরা মাফিয়ার ব্যবসা করেন আর গা বাচানোর জন্য মিডিয়ায় ব্যবসা করেন।

নির্দিষ্ট গ্রুপের হয়ে কাজ করেন কিন্তু কোন মেয়েকেই ছাড়েন না। সারাদিন তদবির নিয়ে ব্যস্ত থাকেন আর মুখে হাজারো নীতি কথা । হায় এদের চরিত্র। ছি ছি ছি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.