আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের মিডিয়া ও ক্যামেরাম্যানদের অতিন্যাকামি

বাংলাদেশের খেলা, মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে অসংখ্য লোকের ভিড়ে একটি মেয়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছে, ক্যামেরাও তার সাথে সাথে নামছে, এরপরেই ক্যামেরা চলে গেল আর একটি মেয়ের দিকে সে চুল আঁচড়াচ্ছিল, এরপরেই আর একটি মেয়ের দিকে, মেয়েটার পাশে অবশ্য একটি ছেলেও ছিল সে বারবার ক্যামেরায় আসার চেষ্টা করলেও ক্যামেরাম্যান কিন্তু তাকে দেখাতে নারাজ, ছেলেটির সাথেই বসা মেয়েটিকে ক্লোজ মোডে দেখানোই যেন তার একমাত্র উদ্দেশ্য। টিভিতে খেলা দেখতে গিয়ে ক্যামেরাম্যানদের এই ন্যাকামি টাইপের অতি বাড়াবাড়িগুলোই চোখে পড়ছিল বেশি। এখানেই শেষ নয়, লোডশেডিং নিয়ে খবরে প্রতিবেদন, এক্ষেত্রেও ক্যামেরাম্যান হাজির কোন মেয়ে শিক্ষার্থীর বাসায়। খবরে কোন বিশেষ পরীক্ষা নিয়ে রিপোর্ট হচ্ছে, পরীক্ষার হলে ছেলে-মেয়ে উভয়ই আছে তবে ক্যামেরা কিন্তু সুন্দরী মেয়েটার দিকে। আরে শুধু টিভি চ্যানেলগুলোই দেখাবে, পত্রিকাগুলো কি ঘাস কাটবে নাকি।

এসএসসির রেজাল্ট, জিপিএর রেকর্ড, ছাত্রছাত্রীদের বাঁধভাঙা উল্লাস, তবে পত্রিকা দেখে বোঝার উপায় নেই কোন ছেলে পরীক্ষার্থী ছিল। প্রথমপাতা শেষপাতা দুরের কথা মাঝখানের কোন পাতায় বহু কষ্টে খুজে পাওয়া যেতে পারে কোন ছেলে শিক্ষার্থীর ছবি। দেশের বড় ছোট সব পত্রিকা-টিভি চ্যানেলের আজ একই অবস্থা। কিন্তু বিষয়টা ইদানিং মাত্রা ছাড়িয়ে গেছে। বিশেষকরে পরীক্ষার রেজাল্ট হলে পত্রিকায় ছবি নির্বাচন আর স্টেডিয়ামে ক্যামেরাম্যানের এই ধরনের বাড়াবাড়ি আচরণ একটু বেশিই অসহ্য লাগে।

তবে এসবকি শুধু ক্যামেরাম্যানের জন্যই হয় নাকি নীতিনির্ধারকরা এরকম নির্দেশনাই দিয়ে থাকেন সেটাও একটা বড় প্রশ্ন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.