আমাদের কথা খুঁজে নিন

   

খুনী স্বরাষ্ট্রমন্ত্রী।

ঢাকা, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১২, ২ ফাল্গুন ১৪১৮, ২১ রবিউল আউয়াল ১৪৩৩ হোম সারা দেশ আবারও স্বর্ণের দোকানে লুট, একজন খুন আবারও স্বর্ণের দোকানে লুট, একজন খুন নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১৪-০২-২০১২ আবারও স্বর্ণের দোকানে লুট হয়েছে। এবার দুর্বৃত্তরা হত্যা করেছে দোকানে ঘুমিয়ে থাকা এক কর্মীকে। রাজধানীর দক্ষিণখানের মধ্য আজমপুর কাঁচাবাজারে হালিম মার্কেটের গোল্ড কিং জুয়েলার্সে গত রোববার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার সকালে গয়নার কারিগর উজ্জ্বল চন্দ্র দের (২৫) হাত-পা-মুখ বাঁধা লাশ উদ্ধার করা হয়। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার ধর্মঘট পালন করেছেন দক্ষিণখানের ব্যবসায়ীরা। এর আগে ১ ফেব্রুয়ারি হাতিরপুলে ইস্টার্ন প্লাজা মার্কেটের গ্রামবাংলা জুয়েলার্স থেকে প্রায় চার কোটি টাকার ৭৫০ ভরি স্বর্ণালংকার লুট হয়। ৬ ফেব্রুয়ারি রাজধানীর রামপুরার সুমন জুয়েলার্স থেকে ৭০ ভরি স্বর্ণ, আড়াই কেজি রুপা ও এক লাখ টাকা লুট হয়। গোল্ড কিং জুয়েলার্সের মালিক আবুল কালাম আজাদ জানান, প্রতিদিনের মতো রোববার রাত ১০টার দিকে শাটার বন্ধ করে দোকানের ভেতরে ঘুমিয়ে পড়েন উজ্জ্বল। গতকাল সকালে তিনি দোকানে গিয়ে দেখেন, শাটার খোলা।

ভেতরে হাত-পা বাঁধা লাশ। সবকিছু এলোমেলো, তছনছ করা হয়েছে। তাঁর দাবি, ডাকাতেরা অন্তত ৩০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। এর বাজারমূল্য ১৫ লাখ টাকা বলে তিনি জানান। দক্ষিণখান থানার ওসি লোকমান হেকিম বলেন, ডাকাতি, নাকি হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিহত উজ্জ্বলের গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার থানার শুভপুর এলাকায়। তাঁর বাবার নাম নেপাল চন্দ্র দে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।