আমাদের কথা খুঁজে নিন

   

শুধুই কি খুনী মহিউদ্দিন ? আর কেউ খুনী নই! আমি আপনি আরো অনেকে, তাদের বিচারের কি হবে?

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

বঙ্গবন্ধু’র খুনী মহিউদ্দিনকে দেশে ফেরত আনা হয়েছে, হয়তবা আপিল বিভাগে বিচারাধীন বঙ্গবন্ধু হত্যা মামলাটি পুনারায় চালু হয়ে বিচার কার্যক্রম শুরু হবে। শুধু মহিউদ্দিনকে দেশে নিয়ে এসে বিচার শুরুর আগে বর্তমান সরকারের উচিত বঙ্গবন্ধু হত্যা মামলার জীবিত যে সকল আসামী এখনও দেশের বাহিরে অবস্থান করছেন তাদের নিয়ে এসে একত্রে এ বিচার কার্যক্রম পরিচালনা করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে দেশবাসীকে জানান উচিত খুনীদের কোন রক্ষা নাই। এ লেখাটা যখন লিখছি হঠাৎই প্রসঙ্গের বাহিরের কথা মনে হল, একটু আগে যে বললাম ” খুনীদের কোন রক্ষা নাই” তাহলে স্বাধীনতা যুদ্ধের সময় যারা সরাসরি বিরোধিতা করেছিল, হত্যা, ধর্ষন, খুন করেছিল, স্বাধীনতাকে হরণ করতে চেয়েছিল, কোথায় তাদের বিচার ! তারা তো ঠিকই রক্ষা পেয়ে আসছে, এমনটি এখনও সুরক্ষিত আছে। হয়ত অদৃশ্য রক্ষাকর্তাই তাদেরকে রক্ষা করে চলেছে, যে কারণে জাতির খুনীদের বিচার কোনদিনই হয়তবা হবেনা, ” খুনীদের কোন রক্ষা নাই” এ বাক্যাটি লেখার সৎ ও শক্তি সাহস হয়তবা একদিন ফুরিয়ে যাবে। বিগত সরকারের আমলে জঙ্গিদের হামলায় নিহত হল কত নিরীহ মানুষ, বিনা অপরাধে যাদেরকে হত্যা করা হল নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কোথায় তাদের বিচার ! কেউ কি দেখেছেন তাদের বিচার হতে ? দেখবেন বলে কি কখনো আশা করেন ? আমরা সেদিনই সত্য সাহস নিয়ে মাথা উচু করে বলতে পারব ” খুনীদের কোন রক্ষা নাই এই দেশে” যেদিন এসব হত্যাকান্ডের বিশেষ করে মুক্তিযুদ্ধে হত্যাকারীদের বিচার হবে ! সেদিনের অপেক্ষায় আমি খুব সাধারণের সাধারণ একজন !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।