আমাদের কথা খুঁজে নিন

   

উনারা বিয়ে করবেন নাকি? নাকি প্রথম আলো তাদের জন্য পাত্র খুঁজতেছে? অথবা একটি নতুন ধাঁচের পাত্র চাই বিজ্ঞাপন।

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। কেমন ছেলে উনারা চান, তাই নিয়ে প্রথম আলো একটা রিপোর্ট করেছে। পড়েছেন হয়তো। না পড়ে থাকলে ক্লিকান Click This Link ওই খবরে মোট চার-সুন্দরীর ছবি দেওয়া আছে। ইনারা আমাদের সামনে প্রতি নিয়তই টিভি-তে বা অন্য কোন মিডিয়ামে নর্তন-কুর্দন করে থাকেন।

এদের নাম বিন্দু, মীম, শখ এবং সারিকা। প্রথম আলো এই সংবাদ প্রকাশের মাধ্যমে জানাল যে এই মেয়েগুলো এই মুহুর্তে খালি আছে। এবং তারা অনেক চেষ্টা-চরিত্র করে তেমন পছন্দ মত ছেলে ধরতে পারে নাই বিধায় তেলা মাথায় তেল দিয়ে অভ্যস্থ প্রথম আলো এই দায়িত্ব নিয়েছে। এদের প্রত্যেকের লাভ-লাইফ সমন্ধে প্রথম আলোই মাঝে সাঝে আমাদের জানিয়েছে। সর্বশেষ জানিয়েছিল সারিকার সাথে নীরবের তুমুল প্রেম নিয়ে।

মনেহচ্ছে এই লিস্ট থেকে বাদ পড়া একমাত্র মেয়েটি হচ্ছে সুজানা, যে কিনা আরেক হাঁটুর বয়েসী ছেলের সাথে নিজেকে জড়াতে পেরেছে। আর সেইটাও সারিকার-নীরব প্রেম কাহিনীর মত প্রথম আলো প্রচার করেছে। আমি পাঠকদের একটু মনে করিয়ে দিতে চাইঃ ১। প্রথম আলো শমীর বিয়ে নিয়ে যা আদিখ্যেতা করেছিল, তা ভোলবার নয়। ২।

প্রথম আলো তৌকির-বিপাশার বিয়ে নিয়ে তেমন মাতামাত্রি করতে পারেনি। ৩। প্রথম আলো প্রভা-অপূর্ব-র বিয়ে নিয়ে খুব মাতামাতি করেছিল। ৪। প্রথম আলো রুবাইয়াত হোসেনের সিনেমা নিয়ে খুব মাতামাতি করেছিল।

৫। প্রথম আলো সুবর্ণা মোস্তফার বিচ্ছেদ নিয়ে, শমীর রিংগোর মত জোচ্চোরের কাছ থেকে বিচ্ছেদ নিয়ে -- ইত্যাদি বিষয়ে কখনোই সত্যভাষন করে নাই। [ বোধহয় স্বভাবে নাই বলে ] ৬। শখের ভিডিও নিয়ে, অরুণ চৌধুরীর ভিডিও নিয়ে, প্রভার ভিডিও নিয়ে সত্যভাষন করে নাই। ৭।

প্রথম আলো অতি সম্প্রতি কানিজ ফাতিমা নামের এক বিউটিশিয়ানের পক্ষালম্বণ করেছে। এই গুটি কয়েক পয়েন্ট তুলে ধরার কারন হচ্ছে, প্রথম আলো যার সাথে থাকে, তার বিপদ অব্যশম্ভাবী। শমীর বিয়ে ভেঙ্গে গিয়েছিল, প্রভার বিয়েও ভেঙ্গে গেছে। সারিকাকে নিয়ে মাতামাতি করার কারনে খুব সম্ভবতঃ এই মেয়েটিও নীরবকে হারিয়েছে। যা হোক দেখা যাক এইবারে এই "পাত্র চাই" বিজ্ঞাপনে কত জন সাড়া দেয়! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.