আমাদের কথা খুঁজে নিন

   

উনারা কি শুধু গরু রচনাই শিখেছেন...

কাবাব মে হাড্ডি আর মাছের মাঝে আঁশ। কলম দিয়েই মারি আমি আইক্কা ওয়ালা বাঁশ।

প্রচলিত একটি কৌতুক। এক ছাত্র পরীক্ষায় শুধু গরু রচনা মুখস্থ করে গিয়েছে। কিন্তু পরীক্ষায় এসেছে নদী রচনা।

তখনও সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু হয়নি বলেই কিনা জানিনা, ছেলেটি বিপদে পড়ে গেল। শেষমেষ অনেক বুদ্ধি করে সে লিখল: আমাদের গ্রামের পাশ দিয়ে একটি নদী রয়েছে। নদিটি খুবই সুন্দর। তার সৌন্দর্য তার পাড়ের গাছপালা আর সবুজ ঘাস। প্রতিদিন অনেক গরু সেই খাস খায়।

সেই গরুর চারটি পা, দুই কান, দুটি শিং ও একটি লম্বা লেজ আছে। প্রতিটি পায়ে... বর্তমানে বহুল আলোচিত একটি ব্যাপারে কিছু ব্যক্তির অতি উতসাহী, অতি বাড়াবাড়ি বক্তব্য উপরের কৌতুকের সাথে মিলে যায়। ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এ ব্যাপারে কারোও বাড়াবাড়ি ও না বুঝে বক্তব্য মূলত এই ব্যাপারে তার দূর্বলতাকেই প্রকাশ করে। 'যুদ্ধাপরাধের বিচার বানচাল করতেই বিএনপির গণমিছিল' Mon, Aug 9th, 2010 9:24 pm BdST Dial 2000 from your GP mobile for latest news ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির গণমিছিলকে যুদ্ধাপরাধীদের বিচার 'বানচালের ষড়যন্ত্র' বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

তিনি বলেন, "বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া গণমিছিল, হরতালের নামে দেশকে অস্থিতিশীল করতে চান। এর একটাই উদ্দেশ্য- যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা। " বঙ্গবন্ধু এভিনিউয়ে সোমবার বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় মহিলা শ্রমিক লীগের আলোচনা সভায় হানিফ এ কথা বলেন। নিত্যপণ্যের মূল্য কমানোসহ ১৩ দফা দাবি আদায়ে সোমবার পল্টন ময়দানে বিএনপি গণমিছিল করে। খালেদা জিয়ার উদ্দেশে এই আওয়ামী লীগ নেতা প্রশ্ন রাখেন, "কী কারণে এই গণমিছিল? দেশে কী এমন ঘটনা ঘটেছে যে হরতাল করতে হবে?" তৈরি পোশাক শিল্পের শ্রমিকদেও জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, দেশের কোনো সরকার প্রধানের মধ্যে এই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালিকপক্ষের সঙ্গে আলোচনা ও তাদের চাপ দিয়ে পোশাক শিল্প শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করেছেন।

ঐক্যবদ্ধ থেকে যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের বিচারে সহযোগিতার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, "যদি বাকি সাড়ে তিন বছর সরকারের কাজে কোনো বাধা সৃষ্টি করা না হয়, নির্বিঘে� সরকার পরিচালনা করা যায়, তাহলে সব সমস্যার সমাধান করে মানুষের পেটে ভাত আর মুখে হাসি ফিরিয়ে আনা যাবে। " নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, শত ষড়যন্ত্র করেও যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করা যাবে না। বাংলার মাটিতেই এই বিচারের মাধ্যমে পাপ মোচন করা হবে। সংগঠনের সভাপতি সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রওশন জাহান সাথীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র প্রমুখ। --------------------------------------------------- আমরা আশা করব।

যাবতীয় রাজনৈতিক খেইলের অবসান ঘটবে। সুষ্ঠুভাবে সঠিক আইনের প্রয়োগ হবে। আইনের শাসন প্রতিষ্ঠা হবে আমাদের দেশে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.