আমাদের কথা খুঁজে নিন

   

উনারা মানেই বাংলাদেশ !!

আমি সত্য কথাই বলি.....যত কঠিনই হোক...

ড.ইউনুছ,ড.দেবপ্রিয় ভট্টাচার্য.ড.আকবর আলী, ড.জাফর ইকবাল, মতিউর রহমান,মাহফুজ আনাম,.................এরা তো সব একই। চিন্তায় চেতনায়,বিশ্বাসে। ওনারা মানেই বাংলাদেশ। ওনারা কাউকে মাইনাস করেন,কাউকে রাজনীতির মাঠে আনেন। ইচ্ছে হলেই যাকে তাকে সুশীল বানান,ইচ্ছে হলেই রাজাকার ! এই দেশে ওনারা কাদের প্রতিনিধিত্ব করেন,এটা দিনে দিনে পরিষ্কার হচ্ছে।

ওনাদের কিছু হলে,দেশের মানুষের চেয়ে বাইরের (!) মানুষের টেনশন বেশি। ব্যক্তির চেয়ে কি রাষ্ট্র বড় ?? যদি তাই হয়,এমন ব্যক্তিকে দরকার নাই। ইউনুছ সাহেব এর গ্রামীন ব্যাংক ঋণগ্রহীতাদের মধ্যে গোপনে জরিপ চালিয়ে দেখেন,তারা কি বলে ? তাদের ভাগ্য বদলেছে নাকি তারা আটকে গেছে !! দারিদ্রের ফাঁদে । প্রথম আলো এবং ডেইলি স্টার বেঁেচ আছে গ্রামীন ব্যাংক সহ কয়েকটি এনজ্ওি অফিস এর নিয়মিত পত্রিকা হিসেবে। সাধারন মানুুষ যতটা এই দুটি পত্রিকা পড়ে এর চেয়ে বেশি পড়ে এনজি,কর্পোরেট,দূতাবাস এর মানুষ।

পথে ঘাটে মানুষের হাতে প্রথম আলো বা ডেইলি স্টার দেখেন ??? দেখবেন কিছু মধ্যবিত্ত রুচিশীল পরিবার ছাড়া আর কোথাও প্রথম আলো নাই। তাহলে এতো পত্রিকা কই যায় ?? ওই যে বল্লাম !! বামেরাও এই পত্রিকা পড়েনা,ডানেরাও নয়। এনজিও,কর্পোরেট আর ভিনদেশী প্রভূরা ছাড়া এরা জনভিত্তিহীন। এগুলো পত্রিকা নয়,এগুলো হলো এদেশে ভিনদেশী এজেন্ডা বাস্তবায়নের মূখপাত্র। তাইতো দেখি এদের এখানেই তৈরি হয় একশ্রেণীর বোতলজাত বুদ্ধিজীবি,লেখক,আলোচক,সুশীল !! উগ্র জাতীয়তাবাদ যেমন ভালো নয়,তেমনি উগ্র বাম বা ডানও ভালোনা।

কিন্তু যারা নিজ দেশে বসে ভিনদেশী এজেন্ডা বাস্তবায়ন করে তারা রাজাকারের চেয়েও নিকৃষ্ট,অধম। আসুন এদের থেকে দূরে থাকি.............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.