আমাদের কথা খুঁজে নিন

   

উনারা আমাদের ভুদাই মনে করেন।

উচিত কথা কমু, তাতে মসজিদ আর মাদরাসা কি

ঘটনা একঃ পল্টনে বিরোধীদলের জনসভায় সাবেক প্রধানমন্ত্রী অত্যন্ত গর্বের সাথে বলেন-------আমাদের জনগণকে যদি সরকারী দল বাঁধা না দিতো আর সব বিএনপির নেতা কর্মী ঢাকা আসতে পারতো, তাহলে আজকেই পুরা ঢাকা শহর অচল হয়ে যেতো। কী বুঝা গেলো--- দেশ যতো অচল হবে, পার্টি তত সচল হবে। আহারে দেশের কল্যাণে রাজনীতি!!!!!!!!! এরপরের দিন -- প্রধানমন্ত্রী হাসিনা, খালেদা জিয়ার কোনো এক বক্তব্যকে উদ্দ্যেশ করে বলেন-- মিথ্যা বলার ওতো একটা সীমা আছে,এইরকম মিথ্যা কথাতো আমরা বলিনি। মানে কী বুঝা গেলো------- উনারাও মিথ্যা বলেন, তবে একটা সীমার ভিতর বলেন। মুসা কথন : মুসার ক্যামেরার ব্যাটারী ফুরিয়ে গেছে বলে, বৌদ্ধ মূর্তির সাথে এভারেস্টের চূড়ায় তাঁর ছবি ওঠাতে পারেননি।

হাঃহাঃ হাঃ। আমরা জনগণ মহা ভুদাই। মগজে খাঁটি গোবর আমাদের। ২৫ জনের পুরা দলের সাথে সবার ক্যামেরাই কী ব্যাটারী শেষ হয়ে গিয়েছিলো। এইরকম একটি জাতির গৌরবময় মুহুর্তের ছবি কি অন্য কারো ডিজিটাল ক্যামেরায় ধারণ করে পরে ইমেইল করা যেতোনা।

আর যদি সবার ক্যামেরাই ডাউন হয়ে যায়, তাইলে আর কওনের কিছু নাই। ইহা সত্য ---আমরা নিতান্ত গোবেচারা ভুদাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.