আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কোনো স্বাধীন দেশের নাগরিক ও নই! আমরা ভাষার জন্য কোন প্রান ফান ও দেই নাই!

When you become detached mentally from yourself and concentrate on helping other people with their difficulties, you will be able to cope with your own more effectively. Somehow, the act of self-giving is a personal power-releasing factor. তুমেরি ছাম্মাক ছাল্ল! উলালা উলালা তু হ্যে মেরি ফ্যান্টাসি, উয়াই দিস কলাবেরি ডি, মুন্নি বদনাম, শিলার 'জাওানি',কেরেক্টার ঢিলা!! জী নাহ! আমি আইফা বা ফিল্মফেয়ার এ্যাওয়ার্ড নাইটের কথা বলছি না। বলছি আমাদের বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানের কথা। যেখানে শান, বাপ্পি লাহিড়ি থেকে শুরু করে মালাইকা পর্যন্ত কেউ ই বাকি নাই। এই অনুষ্ঠানটা আবার আন্তরজাতিক মিডিয়াতে প্রচারিত হচ্ছে। আচ্ছা বিদেশে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছে, তারা কি ভাবছে আমাদেরকে?? ভারতের একটা প্রদেশ না এমন কোন দেশ যে দেশের দ্বিতীয় ভাষা হিন্দি!! যাদের নিজস্ব কোন কৃষ্টি বা সংস্কৃতি নেই।

যাদের সংস্কৃতি মানে বলিউডের সিনেমার গান। যেদেশে ইরেজি বলার মত মানুষ নেই । ইংরেজিতে কথা বলার জন্ন্যেও আমাদেরকে ভারত থেকে মানুষ ভাড়া করে আনতে হয়। আমরা এমন এক জাতি যে দেশের মানুষদের রক্তে প্রতিনিয়ত সীমান্ত রঞ্জিত হচ্ছে, পরম মিত্র রাষ্ট্র সগরবে আন্তর্জাতিক মিডিয়াকে বলছে সীমান্তে হত্যা বন্ধ হবে না তারপরেও আমরা কোটি কোটি ডলার খরচ করে নর্তকীদের আনছি। তাও এমন যদি হত যে তাদেরকে এনে আমরা আমাদের গানে আমাদের পল্লিগীতিতে নাচাচ্ছি তাও নয়।

বরং শরিরের , মনের আর চোখের সমস্ত আব্রু খুলে বেহায়াপনায় আর বেলেল্লাপনার নেশায় আমাদের পেয়ে বসেছে। কেনো আমরা কি পারতাম না আমাদের ৬টি বিভাগের প্রত্যেকটা বিভাগের থিম ধরে ধরে সেই অঞ্চলের লোক সংস্ক্রিতিকে তুলে ধরতে??? নাকি আমাদের কিছুই নেই তুলে ধরার মত??পুরো অনুষ্ঠানটা দেখে নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে নিজের। ভারত যদি আমাদের মত দেশের মানুশকে কুকুরের মত গুলি করে না মারে তবে মারবে কাদের? আর ও মারুক আমাদেরকে। মেরে শেষ করে দিক, এমণ জারজ জাতির বেচে থাকার ই কোন দরকার নাই। একটা দেশের টি২০ খেলার সাথে কাপড় খুলে নাচার মানে টা কি?? একটা মানুষ ও কি নাই প্রতিবাদ করার মত এই অনুষ্ঠান আবার আমাদের রাষ্ট্রপতি উপভগ করছে!! আমাদের সেন্সর বোর্ড কি করছে?? আমরা এতো ভিখিরি কি করে হয়ে গেলাম!! এটা কি আসলেই সেই বাংলাদেশ যার জন্যে আমাদের পূর্বপুরুষেরা এতো ত্যগ করেছিলেন!! ছি!! নিজের প্রতি নিজের ধিক্কার! 'যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসবে জন্ম কাহার নিরনয় ণ' জানি' ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.