আমাদের কথা খুঁজে নিন

   

যেখানেই চোখ পাতো

পুরনো আমিটাই ভাল ছিলাম... যেখানেই চোখ পাতো স্পষ্ট চারপাশ, নরম কাঁচের জানালায়, তবু- দেখেও না দেখার ভান, অদৃশ্য দাগ। যেখানেই হাত রাখো- বৃক্ষ, নদী, পাহাড়ে ছড়ানো সবুজ মাঠে, শান্ত সমুদ্রে, তথাকথিত সভ্যতার অলিগলিতে, জনাকীর্ণ জনপথে, নিয়ন জ্যোৎস্নায়, চৈত্রের ফাটল উঠে আসে পৃথিবীর ত্বকে; ঐকতান থেকে উদ্গত মৌন কোলাহল এখন উদভ্রান্ত বিশৃঙ্খল, আপোষের ঘৃণা, কি ভয়ানক স্থৈর্যে নিয়মতান্ত্রিক পার্শ্বচলন! অথচ- এইসব নিয়মের সিঁড়ি বেয়ে নেমে গেলে, একদিন দাঁড়িয়ে পড়া যাবে অতীতের কাছাকাছি- যখন আকাশ ছিল অবিচ্ছিন্ন পাখিরাও সন্ধ্যা হলে ভুলে যেত ঘর, কেন্দ্র থেকে দিগন্ত, বিস্তির্ণ খণ্ড; এখন যেখানেই চোখ পাতো দেয়ালে বিঁধে থাকে ফাটলের মানচিত্র, এখন জ্যামিতিক বিভাজনে বিভক্ত হয়ে যায় পায়ের আঙ্গুল, শেকড়ের বুনট। [০৯-০২-২০১২/খ-২]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।