আমাদের কথা খুঁজে নিন

   

যেখানেই দালাল, সেখানেই প্রতিরোধ:

ধুর

মাঝে মধ্যেই ফেসবুকে দেখবেন যে কিছু লোক পোষ্ট করে যে জিপি, রবি, বাংলালিংক সহ অন্য মোবাইল অপারেটরের ইন্টারনেট ফ্রি ব্যবহারের নিয়মাবলী। ভুলেও কখনও এইসব ট্রাই করবেন না। কারণ এইগুলি আসলে একধরণের ভাওতাবাজী এবং বেশীর ভাগ ক্ষেত্রেই পেইড দালালেরা এমন নিউজ ছড়ায়। হয়ত ভাবতে পারেন যে কি করে সম্ভব, ভাবতে পারেন এতে কম্পানিগুলির লাভ কি? আসেন ছোট্ট করে দেখি কি লাভ। এইসব পোষ্টে দেখবেন আপনাকে বলবে কোন না কোন প্যাকেজ কিনতে, হোক সে ১মেগাবাইটের প্যাকেজ।

আবার বেশীর ভাগই বলবে *৫০০*০# ডায়াল করতে। এতে করে দুইটা জিনিষ হচ্ছে। প্রথমত ছোট প্যাকেজ গুলির দাম তুলনামূলক ভাবে অনেক বেশী, যদিও আপনি দেখছেন যে আপনার পকেট থেকে ১০-২৫ টাকার মত যাচ্ছে, কিন্তু যদি ১০,০০০ লোক এইটা করে তাহলে কি হবে? আবার *৫০০*০# ডায়াল করলে দেখবেন যে আপনার পূর্বের প্যাকেজ ক্যান্সেল হয়ে যাবে। চালু হবে প্রতি কিলোবাই হিসাবে পেমেন্ট। অর্থাৎ প্রথমে আপনার পকেটের টাকা খরচ করিয়ে আপনাকে মেগাবাইট কেনাল, আবার সেটা ক্যান্সেল করাল, তাতে আপনার পুরাটাই লস।

শেষে যেয়ে কোনই কাজ হবে না। আল্টিমেট লুজার আপনি। কম্পানিগুলি সহজেই লোক ভাড়া করে এমন সব ফাদেঁ ফেলে আপনার পকেট থেকে টাকা কাটছে। তাই এই ধরণের পেইড লোক গুলিকে দেখলেই সোজা পিটান দিন। আর একটা কথা সবাই মনে রাখবেন, লোভে পাপ, পাপে মৃত্যু (হয়ত এখানে মৃত্যু ঘটছে না, কিন্তু ২টা টাকাও ফাউ খরচ মানে সেটা অপচয়)।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।