আমাদের কথা খুঁজে নিন

   

যেখানেই থাকি মননে বাংলাদেশেই!

কাজ নেই, খাওয়া নেই।
প্রবাসে বসবাসরত বাংলাদেশীদের জন্যে একটি ওয়েবসাইট - আমরা প্রবাসী কয়েক বন্ধু মিলে অনেক দিন থেকেই চিন্তা করছিলাম। যে সাইটে বাংলাদেশকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা প্রস্তাব পরিকল্পনা তুলে ধরতে পারবো, এবং যা দু'এক বছর শেষে একটি ই-সংকলনের মাধ্যমে বাংলাদেশের নিতিনির্ধারকদের হাতে তুলে দিতে পারবো। কাজ হোক বা না হোক! আমরা যারা বিভিন্ন দেশ বিভিন্ন পেশায় প্রপেশনাল হিসেবে কাজ করছি - তারা তাদের দীর্ঘ দিনের কাজের আলোকেই - প্রিয় দেশ বাংলাদেশকে বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। আমাদের চিন্তা ভাবনা প্রস্তাব পরিকল্পনা তুলে ধরতে পারি, এই সাইটের মাধ্যমে।

গত দু'তিন বছর কাজ করছিলাম সবাই - বিভিন্ন কারণে বেশ বিরতি নিয়ে নিয়েই। যা হোক, গত ২৬শে মার্চ ২০০৯ শেষ পর্যন্ত আমরা প্রথম বেটা ভার্ষন আপলোড করেছি। সবাইকে (প্রবাসী/বাংলাদেশে) অনুরোধ করবো সাইট টি (http://www.priyobangladesh.com) একটু ঘুরে আসতে, মতামত জানাতে ()। এ মুহুর্তে এডিটর, রাইটার, ডিজাইনার প্রয়োজন আমাদের। পূর্ব কাজের ধারণা থাকলে ভালো (না থাকলেও চলবে) - তবে অবশ্যই স্বাধীনতার স্ব'পক্ষের হতে হবে।

সবাইকে আগাম ধন্যবাদ। ভালো থাকুন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।